Anubrata Mondal: ‘অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে’, খয়রাশোলের জনসভা থেকে বার্তা শতাব্দী রায়ের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 03, 2022 | 6:45 PM

Shatabdi Roy: শনিবার বীরভূমের খয়রাশোলে একটি জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভায় বক্তব্য রাখেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়।

Anubrata Mondal: ‘অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে’, খয়রাশোলের জনসভা থেকে বার্তা শতাব্দী রায়ের
অনুব্রতের পাশে দাঁড়ালেন শতাব্দী

Follow Us

খয়রাশোল: তৃণমূলের জনসভা থেকে অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শনিবার বীরভূমের খয়রাশোলে একটি জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভায় বক্তব্য রাখেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সেখানেই জেলবন্দি কেষ্টর পাশে থাকতে বলেছেন তৃণমূল কর্মী সমর্থকদের। শতাব্দী বলেছেন, “আমাদের অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে। বোঝাতে হবে আমরা অকৃতজ্ঞ নই। আপনারা যখন অনুব্রত মণ্ডলকে পাশে পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, তখন আপনাদেরও পাশে থাকতে হবে অনুব্রত মণ্ডলের।” বিজেপি সরকারের অপশাসন-দুর্নীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনিবার এই জনসভার আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য শুক্রবার ওই একই মাঠেই জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সেই মাঠেই জনসভা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই জনসভায় উপস্থিত ছিলেন শতাব্দী রায়-সহ বীরভূম জেলার সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

খয়রাশোলের জনসভা থেকে কড়া ভাষায় বিজেপি-কে আক্রমণ করেন তৃণমূল নেতারা। এ দিনের সভায় ভিড় ছিল উল্লেখযোগ্য। এই সভা থেকেই বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায় বলেছেন, “এই অসুবিধার সময়ে মানুষগুলোর পাশে থাকতে হবে। অনুব্রত মণ্ডলকে আপনারা যখন সুবিধায় পেয়েছেন, উপকারে পেয়েছেন। ভালো সময় পেয়েছেন। আপনাদেরও অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে। বুঝিয়ে দিতে হবে আপনারা অকৃতজ্ঞ নন। আর যে ভাবে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, দলের প্রতি বিশ্বাস রেখেছেন সেভাবেই পাশে থাকতে হবে।“ তিনি আরও বলেন, “পরিবারে একজন চোর ধরা পড়া মানে পরিবারের বাবা-মা সবাই চোর এমনটা নয়। লোকসভা নির্বাচনের আগের বারের মতো সিট পাবে না, সেটা বিজেপি বুঝতে পারছে। আর সে কারণেই আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তারা এ ভাবেই তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করে যাবে। আমরা কোন পার্থ চট্টোপাধ্যায়কে দেখে দল করতে আসিনি। আমরা দল করতে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তিনি এখনও আমাদের জন্য পশ্চিমবঙ্গকে চালিয়ে যাচ্ছেন।“

অন্যদিকে, এ দিনের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-নেত্রীরা এক যোগে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। সেই সঙ্গেই আক্রমণ করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে।  রাজনৈতিক মহলের মতে গতকাল শুভেন্দু অধিকারীর জনসভার পর আজ খয়রাশলের বুকে জনসভা করে সাধারণ মানুষের সামনে নিজেদের জনবল দেখানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। তাতে তারা সফল। আর সে কারণেই মঞ্চ থেকে সে ভাবে মূল্যবৃদ্ধির কথা উঠে না এলেও, এক যুগে উঠে এল বিজেপিকে আক্রমণ।

Next Article