বীরভূম ও কাটোয়া: এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বীরভূমের নানুরে। গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে। নিহতের মাসির দাবি, তৃণমূল করতেন বশির শেখ নামে ওই যুবক। দল ছাড়তেই তিনি টার্গেট হয়ে যান। অন্যদিকে নিহতের দাদার দাবি, টাকা নিয়ে বচসার জেরে এই ঘটনা। নানুর থানায় এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে বলে সূত্রের খবর।
নানুরের সাঁতরা গ্রামের বাসিন্দা বশির শেখ। তাঁর মাসির অভিযোগ, বছর দু’য়েক আগে তৃণমূল ছেড়ে দেন বশির। এরপর আর কোনও রাজনৈতিক দলে যাননি তিনি। তবু এরপরও বারবার নানাভাবে বশিরকে হেনস্থা করা হত। কেন বশির তৃণমূল ছাড়ল তা জানতে বারবারই ডেকে পাঠানো হত। পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় তাদের ছেলেকে হেনস্থা করতে মিথ্যা পুলিশি মামলায় পর্যন্ত ফাঁসিয়েছে। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় গ্রামেরই দুই তৃণমূল কর্মীর লোকেরা বশিরকে বাড়ি থেকে নিয়ে যান। এরপরই মাঠে ফেলে পিটিয়ে মারা হয় বলে পরিবারের অভিযোগ।
তবে বশিরের দাদা নাসিম শেখের দাবি, তাঁর ভাইয়ের সঙ্গে দুই অভিযুক্তর টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা ছিল। সে কারণেই পরিকল্পনা করে তাঁর ভাইকে মেরেছে বলে অভিযোগ। বশিরের মাসি পারোবিবি মোল্লা বলেন, “ও মাঝেমধ্যেই আমাকে বলত, ওকে গ্রামে থাকতে দেয় না। পার্টি ছেড়ে দিয়েছি, সেটাই অপরাধ হয়েছে বলে ওরা। সবসময় ওকে ভয় দেখাত, হয় গাঁজার মামলা দিয়ে দেবে না হলে আঠা খাওয়ার কেস দিয়ে দেব বা চুরির মামলায় ফাঁসিয়ে দেব। বেশ কয়েকটা কেসও দিয়েছে এভাবে। দু’বছর হল তৃণমূল ছেড়েছে। এরপরই এই ঘটনা। প্রায় প্রায়ই তুলেও নিয়ে যেত।” যদিও এ নিয়ে তৃণমূলের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তা পাওয়া গেলেই যুক্ত করা হবে এই প্রতিবেদনে।
নাসিম শেখের কথায়, “আমার ভাই ওদের কাছে ৫-৬ হাজার টাকা পেত। ঝামেলা হয় তা নিয়ে। এরপর চুপচাপও হয়ে যায় ভাই। শুক্রবার রাত সাড়ে ৭টা ৮টা নাগাদ ভাইকে ডেকে নিয়ে যায়। সেখানেই পরিকল্পনা করে মেরেছে। বাড়ি থেকে দেড় দু’কিলোমিটার দূরে ঘটনাটা ঘটে।”
বীরভূম ও কাটোয়া: এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বীরভূমের নানুরে। গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে। নিহতের মাসির দাবি, তৃণমূল করতেন বশির শেখ নামে ওই যুবক। দল ছাড়তেই তিনি টার্গেট হয়ে যান। অন্যদিকে নিহতের দাদার দাবি, টাকা নিয়ে বচসার জেরে এই ঘটনা। নানুর থানায় এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে বলে সূত্রের খবর।
নানুরের সাঁতরা গ্রামের বাসিন্দা বশির শেখ। তাঁর মাসির অভিযোগ, বছর দু’য়েক আগে তৃণমূল ছেড়ে দেন বশির। এরপর আর কোনও রাজনৈতিক দলে যাননি তিনি। তবু এরপরও বারবার নানাভাবে বশিরকে হেনস্থা করা হত। কেন বশির তৃণমূল ছাড়ল তা জানতে বারবারই ডেকে পাঠানো হত। পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় তাদের ছেলেকে হেনস্থা করতে মিথ্যা পুলিশি মামলায় পর্যন্ত ফাঁসিয়েছে। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় গ্রামেরই দুই তৃণমূল কর্মীর লোকেরা বশিরকে বাড়ি থেকে নিয়ে যান। এরপরই মাঠে ফেলে পিটিয়ে মারা হয় বলে পরিবারের অভিযোগ।
তবে বশিরের দাদা নাসিম শেখের দাবি, তাঁর ভাইয়ের সঙ্গে দুই অভিযুক্তর টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা ছিল। সে কারণেই পরিকল্পনা করে তাঁর ভাইকে মেরেছে বলে অভিযোগ। বশিরের মাসি পারোবিবি মোল্লা বলেন, “ও মাঝেমধ্যেই আমাকে বলত, ওকে গ্রামে থাকতে দেয় না। পার্টি ছেড়ে দিয়েছি, সেটাই অপরাধ হয়েছে বলে ওরা। সবসময় ওকে ভয় দেখাত, হয় গাঁজার মামলা দিয়ে দেবে না হলে আঠা খাওয়ার কেস দিয়ে দেব বা চুরির মামলায় ফাঁসিয়ে দেব। বেশ কয়েকটা কেসও দিয়েছে এভাবে। দু’বছর হল তৃণমূল ছেড়েছে। এরপরই এই ঘটনা। প্রায় প্রায়ই তুলেও নিয়ে যেত।” যদিও এ নিয়ে তৃণমূলের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তা পাওয়া গেলেই যুক্ত করা হবে এই প্রতিবেদনে।
নাসিম শেখের কথায়, “আমার ভাই ওদের কাছে ৫-৬ হাজার টাকা পেত। ঝামেলা হয় তা নিয়ে। এরপর চুপচাপও হয়ে যায় ভাই। শুক্রবার রাত সাড়ে ৭টা ৮টা নাগাদ ভাইকে ডেকে নিয়ে যায়। সেখানেই পরিকল্পনা করে মেরেছে। বাড়ি থেকে দেড় দু’কিলোমিটার দূরে ঘটনাটা ঘটে।”