Panchayat Elections 2023: বিজেপি কর্মীদের মিষ্টি খাইয়ে বেধড়ক মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Panchayat Elections 2023: আহতরা সকলেই ভর্তি বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। ইতিমধ্যেই তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছেন বীরভূম সংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা।

Panchayat Elections 2023: বিজেপি কর্মীদের মিষ্টি খাইয়ে বেধড়ক মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
উত্তপ্ত বীরভূম
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 8:45 PM

বীরভূম: ভাঙড় থেকে ইন্দাস, ক্যানিং থেকে ধনেখালি, মনোনয়ন পর্বে রাজ্যের নানা প্রান্তে ঝরেছে রক্ত। রণক্ষেত্রের চেহারা নিয়েছে একাধিক এলাকা। কোথাও হামলা হয়েছে পুলিশের উপর, কোথাও আবার খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। ১৫ জুনই ছিল মনোনয়ন জমার শেষ দিন। আর এদিনই বিজেপি কর্মীদের মিষ্টি খাইয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। সূত্রের খবর, এদিন  সিউড়ি ২ নম্বর ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েতের জন্য মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী। ছিল পুলিশি নিরাপত্তা। সেখানেই তাঁদের গেরুয়া মিষ্টি খাওয়াতে দেখা যায় তৃণমূল কর্মীদের। বিরেধী প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য তাঁদের অভিনন্দনও জানানো হয়। 

সূত্রের খবর, স্পেশ্যাল অর্ডার দিয়ে সিউরি থেকে ৭ কিলোমিটার দূর থেকে ওই মিষ্টি আনা হয়েছিল। এদিকে পঞ্চায়েত মনোনয়ন পর্বে তৃণমূল কর্মীদের এই রাজনৈতিক সৌজন্যতা নিয়ে জোর চর্চা চলে জেলার রাজনৈতিক মহলে। তার কিছু সময় কাটতে না কাটতেই এল চাঞ্চল্যকর অভিযোগ। মনোনয়ন জমা দিয়ে তখন বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থীরা। অভিযোগ, রাস্তাতেই তাঁদের পথ আটকায় তৃণমূলের কর্মীরা। শুরু হয় বেধড়ক মারধর। সূত্রের খবর, গুরুতরভাবে জখম হয়েছেন ১০ থেকে ১২ জন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, যাঁরা মেরে তাঁরা সকলেই তৃণমূলের কর্মী। 

আহতরা সকলেই ভর্তি বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। ইতিমধ্যেই তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছেন বীরভূম সংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলছেন, “এটা আমরা আশা করিনি। ওরা নিজের থেকেই আমাদের কর্মীদের মিষ্টি খাইয়েছে। কিন্তু, তারপর মারধর করেছে। পুলিশের উচিত ছিল নিরাপত্তা দেওয়া।” যদিও দলীয় কর্মীদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল-কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়। যদি যুক্ত থাকতো তাহলে আমাদের কর্মীরা ওদের মিষ্টি খাইয়ে আহ্বান জানাতো না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখবে পুলিশ। যদি কেউ দোষী প্রমাণিত হয় তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।”