বোলপুর: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ‘অফিস’ দখলের চেষ্টার অভিযোগ উঠছে। কাঠগড়ায় অনুব্রত মণ্ডলের অনুগামীরা। বোলপুরের টিএমসি কার্যালয়টি মন্ত্রী ঘনিষ্ঠের অফিস হিসাবেই পরিচিত। অভিযোগ ওই কার্যালয়ের দখল নিতে আসে অনুব্রত মণ্ডলের লোকজন। কার্যালয়ে ঝোলানো হয় অনুব্রতর ছবি দেওয়া ব্যানার। প্রসঙ্গত, শনিবার আনুষ্ঠানিকভাবে কোর কমিটির সদস্য হন অনুব্রত। তারপরই এ বিবাদ ঘিরে অস্বস্তি জেলা তৃণমূলে।
প্রসঙ্গত, বিগত দিনে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের ঠান্ডা লড়াইয়ের রেশ জেলার সর্বত্র ছড়িয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। এবার অনুব্রত ও চন্দ্রনাথের অনুগামীদের কার্যালয় দখলকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ঘাসফুল শিবিরের বিড়ম্বনা যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য।
যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রসঙ্গত, তিহাড় থেকে ফেরার পর বরাবরই অনুব্রতকে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছে। বারবারই তাঁর মুখে একসঙ্গে চলার বার্তাও শোনা গিয়েছে। কিন্তু, এবার দলের ‘অশান্তির’ ঘটনায় তাঁর অনুগামীদের নাম জড়ানোয় চাপানউতোর বাড়ছে। যদিও দলের একাংশ থেকে বলা হচ্ছে যাঁরা এ ঘটনা ঘটিয়েছে তাঁরা তৃণমূলের কেউ নয়। বাইরে থেকে আসা দুষ্কৃতী।