Visva bharati university Student Missing: মায়ানমার থেকে চুল যেত চিন, ব্যবসার টাকা না পেয়েই কি অপহৃত বিশ্বভারতীর পড়ুয়া?
Visva bharati university Student Missing: পুলিশ সূত্রে খবর, পান্নাকারা চুলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মায়ানমার থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে চুল যেত চিনে। সেখানকার যে এজেন্টরা রয়েছেন তাঁরা এই পড়ুয়ার কাছ থেকে ছ'কোটি টাকা পেতেন। জানা গিয়েছে, ৬ কোটি টাকার মধ্যে ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েছেন পান্নাকারা। বাকি রয়েছে আরও ৫০ লক্ষ টাকা। পুলিশের অনুমান, বাকি টাকা না পাওয়ার কারণেই যুবককে অপহরণ করা হয়েছে।
বোলপুর: বৃহস্পতিবার থেকে নিখোঁজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পড়ুয়া। পান্নাকারা থাই নামের এই পড়ুয়া মায়ানমারের বাসিন্দা। ইতিমধ্যে তাঁর খোঁজে নেমেছে বোলপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতারও হয়েছে তিনজন। ধৃতদের নাম আজারুদ্দিন মির্ধা, শেখ আলাউদ্দিন ও আতাউল্লা শেখ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে পান্নাকারাকে অপহরণ করা হয়েছে। এর পিছনে রয়েছে ব্যবসায়িক শত্রুতা। তবে এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও খোঁজ মেলেনি।
পুলিশ সূত্রে খবর, পান্নাকারা চুলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মায়ানমার থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে চুল যেত চিনে। সেখানকার যে এজেন্টরা রয়েছেন তাঁরা এই পড়ুয়ার কাছ থেকে ছ’কোটি টাকা পেতেন। জানা গিয়েছে, ৬ কোটি টাকার মধ্যে ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েছেন পান্নাকারা। বাকি রয়েছে আরও ৫০ লক্ষ টাকা। পুলিশের অনুমান, বাকি টাকা না পাওয়ার কারণেই যুবককে অপহরণ করা হয়েছে।
বোলপুর থানার পুলিশ জানিয়েছে, দুবরাজপুরের তিনজন ছাড়াও জেলার আরও অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত। এ দিকে, অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় বোলপুর থানায়। তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা জানতে পেরেছে পুলিশ।
উল্লেখ্য, জানা গিয়েছে পান্নাকারা থাই প্রায় দশ বছর ধরে শান্তিনিকেতনে বসবাস করছিলেন। এলাকাবাসী জানিয়েছিলেন বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি গাড়ি থেকে কয়েকজন নামেন। এরপর তাঁরা এলাকায় পান্নাকারার খোঁজ করতে শুরু করেন। পরে তাঁর খোঁজ পেলে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।