বীরভূম: ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) বাড়ছে উত্তাপ। পাল্লা দিয়ে কেষ্টর গড়েও (Birbhum) চড়ছে পারদ। আখছার শোনা যাচ্ছে বোমাবাজির ঘটনা। বুধবার রাতে এলাকার হাতিয়া গ্রামে তৃণমূল নেতা বিশ্বজিৎ সাহার বাড়িতে হয় বোমাবাজির অভিযোগ ওঠে। আঙুল উঠেছে বিজেপির দিকেই।
নেতার অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশই এই ঘটনার পিছনে রয়েছে। তৃণমূলের দাবি, এলাকায় বিশ্বজিৎ ভালো সংগঠন তৈরি করছিলেন। তাই ভয় পেয়ে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে, বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ।
ঘটনার জেরে বুধবার রাত থেকেই হাতিয়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩ জন তৃণমূল বাকি ৩ জন বিজেপি। বোমা ফেটে এক বিজেপি কর্মীর ছেলে বিষ্ণু সাহা আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালেই গ্রামের একটি মাঠের ধার থাকে ১৮ পিস তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।