নানুর: ভোট (West Bengal Assembly Election 2021) পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর (Nanur)। চলল বেপরোয়া বোমাবাজি।
নির্বাচন পর্ব মিটতেই আবারও অশান্ত হয়ে ওঠে নানুর। গ্রামে এখনও পড়ে রয়েছে তাজা বোমা। ঘটনা নানুরের বন্দর গ্রাম ও তার আশেপাশের এলাকায়। বিজেপির অভিযোগ, নির্বাচন চলাকালীন হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এরপরই রাতে শুরু হয় বোমাবাজি। তৃণমূলের দুস্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ফাটায় বলে অভিযোগ। তৃনমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে। তৃনমূলের কর্মীদের ওপরেই হামলা হয়েছে বলে পাল্টা দাবি করেন তাঁরা৷
আরও পড়ুন: সবই কি পূর্ব পরিকল্পিত? গণনার ৪৮ ঘণ্টা আগেই বিশেষ ঘটনা সাড়া ফেলে দিল নন্দীগ্রামে!
এদিকে, বীরভূমের ইলামবাজারে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃহস্পতিবারই বীরভূমের ইলামবাজার ছোট চক এলাকায় নির্বাচন শেষেই ব্যাপক বোমাবাজি হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। সকালে ওই গ্রামেরই একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। ঘরের মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখেন। তাঁর একটি হাত উড়ে যায়। বর্ধমান হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।