Anubrata Mondal: কেষ্ট দিল্লি গেলে ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়াম’ দাওয়াই কে দেবেন, পঞ্চায়েত ভোটের আগে চাপ বাড়বে না তো দলে?

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 20, 2022 | 7:09 AM

Birbhum News: অনুব্রত রাজ্য়ের বাইরে গেলে কর্মী সমর্থকদের মনে তার প্রভাব যে পড়বে, মানছেন জেলার নেতারাও।

Follow Us

বীরভূম: কষ্ট বাড়ছে কেষ্টর। সোমবার ১৯ ডিসেম্বরই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়ে দিয়েছে, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। সূত্রের খবর, ইডি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২১ ডিসেম্বর হতে পারে সেই ‘বড়দিন’, যেদিন ইডির হাত ধরে কেষ্ট গিয়ে পৌঁছতে পারেন দিল্লি। রাজনৈতিক মহলের মতে, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ বীরভূম তৃণমূলের জন্য় বড় ধাক্কা। কারণ, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি এই অনুব্রত মণ্ডলই। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে রাজ্যের সীমানা পার করে ইডি যদি দিল্লি নিয়ে চলে যায় তা হলে দলের কর্মীদের কে দেবেন ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়াম’-এর মতো ‘ভোকাল টনিক’? অগস্ট থেকে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবু গদি কাড়েনি দল। উল্টে তাঁর পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে তৃণমূলকে। কেষ্ট না ফিরে আসা অবধি লড়াই তিনগুণ বাড়বে বলে জানিয়ে দিয়েছে দল। বীরের সম্মান দিয়ে তাঁকে জেল থেকে বের করে আনার কথাও শোনা গিয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রতকে ‘বীরভূমের বাঘ’ পর্যন্ত বলেছেন।

সেই ‘বীর-বাঘ’ এবার দিল্লিযাত্রী। তাও আবার পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে। জেলা সভাপতি থাকবেন জেলা থেকে কয়েকশো কিলোমিটার দূরে। তাহলে বীরভূমে সংগঠন সামলাবেন কে? তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথায়, “তিনি যেভাবে দল তৈরি করে গিয়েছেন, সংগঠন তৈরি করে গিয়েছেন, সেভাবে দল দলের মতো কাজ করবে।” তবে অনুব্রত দূরে গেলে যে সংগঠনে তার প্রভাব পড়বেই তাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

তিনি বলেন, “উনি কাছে থাকলে যেভাবে মানুষ ১৪ দিন পরে গিয়েও একবার তাঁর দেখা পেতেন, মানসিক শক্তি বাড়ত, শান্তি হতো, সেটা থেকে তাঁরা ধাক্কা পেলেন।” আসলে বীরভূমে তৃণমূল মানেই অনুব্রত মণ্ডল। তাঁর আদবকায়দা, বাচনভঙ্গী, সংগঠন চালানোর ‘দক্ষতা’ সবই তাঁকে বাকিদের থেকে আলাদা করে রাখে।

ওয়াকিবহাল মহলের মতে, গত পঞ্চায়েত ভোটে বীরভূম যে বিরোধী শূন্য হয়েছিল, তার পুরো ক্রেডিটই দল তাঁকে দেয়। তাই তো হাজারো অভিযোগের পরও অটল থেকেছে তাঁর আসনখানি। তবে এবার চাপ বেড়েছে তাঁর। সাড়ে তিন মাস বীরভূম ছাড়া তিনি। তবু তাঁর অনুগামীরা জানতেন, ‘দাদা’ পাশের জেলাতেই তো রয়েছেন। কিন্তু যদি অনুব্রতকে দিল্লি যেতে হয়, তবে তো ‘দাদা’কে নাগালে পাওয়া এক কথায় অসম্ভব।

তবে অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে খোঁচা দেওয়া শুরু বিজেপির। বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা বলেন, “বীরভূমের গরু চোর, এক সময় বলেছিলেন খেলা হবে। সেই খেলাই হচ্ছে। ইডি সে খেলা শুরু করেছে। আমরা পঞ্চায়েতে খেলা শুরু করব।”

অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, “এখন কেষ্টদার বাঁচার একটাই রাস্তা বলে মনে হচ্ছে, রাতারাতি ওনাকে বিজেপির বীরভূম জেলা সভাপতি হতে হবে। আমার মনে হয় সেই পরিকল্পনাও উনি করবেন।” যদিও বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কথায়, “এভাবে চুরি চুরি চুপকে চুপকে খেলা খেলে বেশি দূর এগোনো যাবে না।”

বীরভূম: কষ্ট বাড়ছে কেষ্টর। সোমবার ১৯ ডিসেম্বরই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়ে দিয়েছে, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। সূত্রের খবর, ইডি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২১ ডিসেম্বর হতে পারে সেই ‘বড়দিন’, যেদিন ইডির হাত ধরে কেষ্ট গিয়ে পৌঁছতে পারেন দিল্লি। রাজনৈতিক মহলের মতে, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ বীরভূম তৃণমূলের জন্য় বড় ধাক্কা। কারণ, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি এই অনুব্রত মণ্ডলই। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে রাজ্যের সীমানা পার করে ইডি যদি দিল্লি নিয়ে চলে যায় তা হলে দলের কর্মীদের কে দেবেন ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়াম’-এর মতো ‘ভোকাল টনিক’? অগস্ট থেকে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবু গদি কাড়েনি দল। উল্টে তাঁর পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে তৃণমূলকে। কেষ্ট না ফিরে আসা অবধি লড়াই তিনগুণ বাড়বে বলে জানিয়ে দিয়েছে দল। বীরের সম্মান দিয়ে তাঁকে জেল থেকে বের করে আনার কথাও শোনা গিয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রতকে ‘বীরভূমের বাঘ’ পর্যন্ত বলেছেন।

সেই ‘বীর-বাঘ’ এবার দিল্লিযাত্রী। তাও আবার পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে। জেলা সভাপতি থাকবেন জেলা থেকে কয়েকশো কিলোমিটার দূরে। তাহলে বীরভূমে সংগঠন সামলাবেন কে? তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথায়, “তিনি যেভাবে দল তৈরি করে গিয়েছেন, সংগঠন তৈরি করে গিয়েছেন, সেভাবে দল দলের মতো কাজ করবে।” তবে অনুব্রত দূরে গেলে যে সংগঠনে তার প্রভাব পড়বেই তাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

তিনি বলেন, “উনি কাছে থাকলে যেভাবে মানুষ ১৪ দিন পরে গিয়েও একবার তাঁর দেখা পেতেন, মানসিক শক্তি বাড়ত, শান্তি হতো, সেটা থেকে তাঁরা ধাক্কা পেলেন।” আসলে বীরভূমে তৃণমূল মানেই অনুব্রত মণ্ডল। তাঁর আদবকায়দা, বাচনভঙ্গী, সংগঠন চালানোর ‘দক্ষতা’ সবই তাঁকে বাকিদের থেকে আলাদা করে রাখে।

ওয়াকিবহাল মহলের মতে, গত পঞ্চায়েত ভোটে বীরভূম যে বিরোধী শূন্য হয়েছিল, তার পুরো ক্রেডিটই দল তাঁকে দেয়। তাই তো হাজারো অভিযোগের পরও অটল থেকেছে তাঁর আসনখানি। তবে এবার চাপ বেড়েছে তাঁর। সাড়ে তিন মাস বীরভূম ছাড়া তিনি। তবু তাঁর অনুগামীরা জানতেন, ‘দাদা’ পাশের জেলাতেই তো রয়েছেন। কিন্তু যদি অনুব্রতকে দিল্লি যেতে হয়, তবে তো ‘দাদা’কে নাগালে পাওয়া এক কথায় অসম্ভব।

তবে অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে খোঁচা দেওয়া শুরু বিজেপির। বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা বলেন, “বীরভূমের গরু চোর, এক সময় বলেছিলেন খেলা হবে। সেই খেলাই হচ্ছে। ইডি সে খেলা শুরু করেছে। আমরা পঞ্চায়েতে খেলা শুরু করব।”

অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, “এখন কেষ্টদার বাঁচার একটাই রাস্তা বলে মনে হচ্ছে, রাতারাতি ওনাকে বিজেপির বীরভূম জেলা সভাপতি হতে হবে। আমার মনে হয় সেই পরিকল্পনাও উনি করবেন।” যদিও বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কথায়, “এভাবে চুরি চুরি চুপকে চুপকে খেলা খেলে বেশি দূর এগোনো যাবে না।”

Next Article