বীরভূম: দুবরাজপুরের পর এবার নানুরে বিজেপি (BJP) প্রার্থীর উপর হামলার অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। প্রচার ভেস্তে দিতে গুলিও চালানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, ভিত্তিহীন কথা বলে হালে পানি পেতে চাইছে বিজেপি শিবির। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় নানুরে।
ভোটের মুখে বারবার উত্তপ্ত হচ্ছে বীরভূম। বোমা উদ্ধার থেকে রাজনৈতিক হিংসা, গত কয়েকদিন শিরোনামে বোলপুর, দুবরাজপুর, নানুর। রবিবার নানুরের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার প্রচারে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীরা নানুরের বড় সাঁওতা এলাকার বোড়া গ্রামে বিজেপির প্রচারের সময় হামলা চালায় বলে অভিযোগ করেন তারকেশ্বর।
আরও পড়ুন: ‘দুষ্টু ছেলেরা শীতলকুচিতে গুলি খেয়েছে, বুঝেছে গুলির গরম, সবে শুরু’, বিস্ফোরক দিলীপ ঘোষ
তারকেশ্বরের অভিযোগ, “প্রচার চলাকালীন দেখি তৃণমূলের কয়েকজন সভা করছে। আমার যেখানে প্রচার চলছে, সেখানে তো তৃণমূলের প্রচার চলার কথা নয়। পুলিশ কী করে অনুমতি দিল তা বুঝলাম না। এরপর সভা করে যখন বেরিয়ে আসছি চণ্ডীপুরের কিছু দুষ্কৃতী আমাদের দিকে তেড়ে আসে। আমাদের কিছু কর্মীকে গালিগালাজ করে। আমাকে লক্ষ্য করে দু’ রাউন্ড গুলি ছোড়ে। দলের ছেলেরা আমাকে সরিয়ে নেয়।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রসঙ্গত এদিনই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপরও হামলার অভিযোগ ওঠে। ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রার্থী অনুপ সাহা। তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন। সে অভিযোগও মানতে চায়নি তৃণমূল।