জেলার দুই বিজেপি প্রার্থী ‘হামলার’ শিকার, সিআরপিএফের ঘেরাটোপে প্রচারে বোলপুরের প্রার্থী

Apr 11, 2021 | 9:36 PM

বোলপুর ( Bolpur) কেন্দ্রটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজেপির কাছে। তৃণমূলের দুঁদে নেতা অনুব্রত মণ্ডলের গড় এই কেন্দ্র।

জেলার দুই বিজেপি প্রার্থী হামলার শিকার, সিআরপিএফের ঘেরাটোপে প্রচারে বোলপুরের প্রার্থী
নিজস্ব চিত্র।

Follow Us

বীরভূম: রবিবাসরীয় প্রচারে বেরিয়ে হামলার অভিযোগ তুলেছেন জেলার বিজেপি (BJP) প্রার্থীরা। এরপরই বোলপুরের প্রার্থীর জন্য মোতায়েন করা হল সিআরপিএফ। ৬ জন জওয়ানকে নিয়ে রবিবার সন্ধ্যায় প্রচারে নামলেন বোলপুরের ভারতীয় জনতা পার্টির মুখ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বীরভূমের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের উপর হামলার  অভিযোগ আসার পরই বোলপুরের প্রার্থীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: প্রচারে বক্তব্য রাখছিলেন তৃণমূল প্রার্থী, হঠাৎই এলিয়ে গেল শরীর, বন্ধ চোখের পাতা

এ বিষয়ে বিজেপি প্রার্থী অনির্বাণের বক্তব্য, “এটা যাঁরা নিরাপত্তা দেন তাঁদের ব্যাপার। তাঁরা একটা অ্যাসেসমেন্টের উপর এটা ঠিক করেন। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। ২০ দিন ধরে চষে বেড়াচ্ছি এলাকায়। ভয়ের এখানে কিছুই নেই। কোনও বিজেপি প্রার্থীই ভয়কে সঙ্গী করে রাজনীতি করেন না।”

যদিও অনির্বাণকে নিয়ে জল্পনা অন্যও রয়েছে। বোলপুর কেন্দ্রটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজেপির কাছে। তৃণমূলের দুঁদে নেতা অনুব্রত মণ্ডলের গড় এই কেন্দ্র। অনুব্রতর হাত থেকে এ কেন্দ্রকে কেউ যদি ছিনিয়ে মোদী-শাহকে উপহার দিতে পারেন, নিঃসন্দেহে দল তাঁকেও আলাদা গুরুত্ব দেবে। জল্পনা, বিজেপি যদি সরকারে আসে আর বোলপুর কেন্দ্রের প্রার্থী যদি জয়ী হন, তাহলে মন্ত্রিত্ব পাকা। যদিও অনির্বাণ এসব জল্পনাকে আমল দিতে নারাজ।

বীরভূম জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বাধা পেতে হচ্ছে বিজেপি প্রার্থীদের। কোথাও প্রার্থীর গাড়িতে ঢিল, কোথাও প্রার্থীকে ঝাঁটা-জুতো দেখানো, কোথাও বা বাঁশ-লাঠি নিয়ে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে৷ রবিবার নানুরের প্রার্থী তারকেশ্বর সাহা ও দুবরাজপুরের প্রার্থী অনুপ সাহা প্রচারে বেরিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ করেন। কেউ কেউ বলছেন, তাই বোলপুরের বিজেপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়া হল। এদিন বোলপুরে বাঁধগোড়ায় প্রচারে যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁর আশেপাশে নিরাপত্তার দায়িত্বে দেখা যায় সিআরপিএফ জওয়ানদের।

Next Article