দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী (BJP Candidate)। হঠাৎই তাঁর গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী।

দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 11, 2021 | 6:16 PM

বীরভূম: বিজেপি (BJP) প্রার্থীর উপর হামলার অভিযোগ। ভাঙচুর করা হল গাড়ি। অভিযোগের তির তৃণমূলের দিকে। রবিবার বীরভূমের খয়রাশোলে ঘটনাটি ঘটেছে।

এর আগেও একাধিকবার বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থী-সহ কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছে। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহাও সেই একই অভিযোগ তুললেন।

রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়েছিলেন তিনি। এই কেন্দ্রে অষ্টম দফায় ভোট। প্রচারের সময়ও অনেকটাই রয়েছে। ছুটির দিন খয়রাশোলে প্রচার করতে গিয়েছিলেন। স্থানীয় ভাদুলিয়ায় যাওয়ার পথে একদল তাঁর পথ আটকায় বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘দুষ্টু ছেলেরা শীতলকুচিতে গুলি খেয়েছে, বুঝেছে গুলির গরম, সবে শুরু’, বিস্ফোরক দিলীপ ঘোষ

অনুপ সাহার দাবি, প্রতিটি ছেলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ওদের পায়ের নিচে মাটি সরে যাওয়ায় ভয় পাচ্ছে। আর সে কারণেই বিজেপির উপর বারবার হামলা করছে। অভিযোগ, এদিন বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। কোনওভাবে পালিয়ে বাঁচেন প্রার্থী ও তাঁর দলবল।

এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, ওরা এলাকায় গিয়ে প্ররোচনামূলক কথাবার্তা বলছিল। তাতেই সাধারণ মানুষ প্রতিবাদ করেন।