নানুরের পর পাড়ুই, অনুব্রত গড়ে ফের উদ্ধার তাজা বোমা, শিশু ঢিল ছুড়তেই বিস্ফোরণ

চতুর্থ দফার ভোটের দিন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই নানুরের (Nanur) হাতসেরান্দিতে সরকারি কমিউনিটি হল থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল।

নানুরের পর পাড়ুই, অনুব্রত গড়ে ফের উদ্ধার তাজা বোমা, শিশু ঢিল ছুড়তেই বিস্ফোরণ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 11, 2021 | 10:26 AM

বীরভূম: রক্তাক্ত চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। এখনও ৪ দফার ভোট বাকি। বীরভূমে নির্বাচন অষ্টম দফায়। তবে এই ভোট আবহে বারবার তাজা বোমা উদ্ধার হচ্ছে অনুব্রত গড় থেকে। গতকালই চতুর্থ দফার ভোটের দিন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই নানুরের (Nanur) হাতসেরান্দিতে সরকারি কমিউনিটি হল থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার ফের পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া থেকে উদ্ধার হল দুই ড্রাম তাজা বোমা। প্রায় ৪০টি তাজা বোমা রয়েছে বলে জানা গিয়েছে।

নানুর আর পাড়ুইয়ের মধ্যে দূরত্ব ৪০ কিলোমিটারের মতো। সেই এলাকায় পরপর দু’দিন এত তাজা বোমা উদ্ধার হওয়ায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গ্রামে ঢোকার মুখেই বাঁশের একটি মাচার নীচে পড়েছিল এই তাজা বোমাগুলি। একটি শিশু খেলতে গিয়ে ওখানে ঢিল মারে, এরপরই ফেটে যায় বোমা। যদিও ওই বিস্ফোরণে হতাহতের কোনও খবর মেলেনি।

ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াডও বোম নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে। শনিবার অনুব্রত মণ্ডলের বাড়ির ৩০০ মিটারের মধ্যে সরকারি কমিউনিটি হল থেকে বোমা ছাড়াও উদ্ধার হয়েছিল বোমা বাঁধার সুতোলি, বিস্ফোরক, মশলা। সরকারি কমিউনিটি হলে কীভাবে বোমা বাঁধার কাজ হতে পারে, সে নিয়ে তখন প্রশ্ন তুলেছিল বিজেপি। তাঁদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই সরকারি কমিউনিটি হলের ভিতর বসে বোমা তৈরি করছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি তাদেরকে ফাঁসাচ্ছে। বিজেপির কর্মীরাই হলের ভিতর বোমা রেখে গিয়েছে। তারপর পুলিশকে খবর দিয়েছে।

আরও পড়ুন: ভোটের মাঝেই ভাটপাড়া থেকে উদ্ধার প্রচুর বোমা