অনুব্রতর বাড়ির অদূরে সরকারি কমিউনিটি হলই বোমা তৈরির কারখানা! ভোট আবহেই ফাঁস বিস্ফোরক তথ্য

বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় ভোট আবহে (West Bengal Assembly Election 2021) নতুন করে চাঞ্চল্য ছড়াল নানুরে (Nanur)।

অনুব্রতর বাড়ির অদূরে সরকারি কমিউনিটি হলই বোমা তৈরির কারখানা! ভোট আবহেই ফাঁস বিস্ফোরক তথ্য
নানুরে উদ্ধার ২০০-র বেশি তাজা বোমা
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 8:06 AM

বীরভূম: সরকারি কমিউনিটি হলের ভিতর থেকে উদ্ধার ২০০টিরও বেশি তাজা বোমা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই নানুরের (Nanur) হাতসেরান্দিতে সরকারি কমিউনিটি হল। সেখান থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় ভোট আবহে (West Bengal Assembly Election 2021) নতুন করে চাঞ্চল্য ছড়াল গ্রামে। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুধু বোমাই নয়, কমিউনিটি হলের মধ্যে থেকে উদ্ধার হয়েছে বোমার বাধার সুতোলি, বিস্ফোরক, মশলা। সব থেকে বেশি উল্লেখ্যযোগ্য, যে কমিউনিটি হলের মধ্যে থেকে বোমা উদ্ধার হয়েছে, তার ঠিক ৩০০ মিটার দূরেই হল অনুব্রত মণ্ডলের বাড়ি। কীভাবে সরকারি হলে বোমা বানানোর কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভোট আবহে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে নানুর। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। কারা এই বোমা মজুত করছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। অষ্টম দফায় বীরভূমে নির্বাচন। পুলিশের কাছে এটা স্পষ্ট, নির্বাচনে এলাকায় সন্ত্রাস, রাজনৈতিক হিংসা তৈরি করতেই বোমা মজুত করা হচ্ছিল।

West Bengal Assembly Election 2021 West Bengal Election 2021 Birbhum Nanur

নানুরে বোমা উদ্ধার

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

কমিউনিটি হলের সামনেই একটি মাঠে বম্ব স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাই সরকারি কমিউনিটি হলের ভিতর বসে বোমা তৈরি করছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি তাদেরকে ফাঁসাচ্ছে। বিজেপির কর্মীরাই হলের ভিতর বোমা রেখে গিয়েছে। তারপর পুলিশকে খবর দিয়েছে। তবে এই রাজনৈতিক চাপানউতোরে ব্যাপক উত্তেজনা গ্রামে।