বীরভূম: বিজেপি নেতার (Bengal BJP) বাড়ির উঠোন থেকে উদ্ধার তাজা বোমা। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) উত্তেজনা বীরভূমের ময়ূরেশ্বরের কুন্ডলা গ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সোমবার সকালে কুন্ডলা গ্রামের বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা রাতে এলাকায় পতকা লাগাছিল। সেই সময় তারা বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা রেখে দিয়ে চলে যায়।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা তৃনমূলের দাবি, এলাকায় মানুষকে আতঙ্কিত করতেই এই বোমা মজুত করেছিল বিজেপি৷ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। রয়েছে ময়ূরেস্বর থানার পুলিশও।
আরও পড়ুন: উত্তপ্ত ভাটপাড়া! অস্ত্র কারখানার খবর মেলার মাঝেই বিজেপির কার্যালয়ে ‘বোমাবাজি’
অন্যদিকে, নানুরে এ দিন ফের বোমাবাজি হয়। প্রার্থী গ্রামে প্রচার করার আগেই এলাকায় বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, এলাকায় বিজেপি বোমাবাজি করে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।