ঘরে ফেরার দিনই ‘গণপ্রহৃত’, বীরভূমে মৃত্যু বিজেপি কর্মীর

May 16, 2021 | 1:37 PM

বিজেপি কর্মীকে (Bengal BJP) পিটিয়ে খুনের অভিযোগে তোলপাড় বীরভূম (Birbhum)। রামপুরহাটের মল্লারপুরে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়।

ঘরে ফেরার দিনই গণপ্রহৃত, বীরভূমে মৃত্যু বিজেপি কর্মীর
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: বিজেপি কর্মীকে (Bengal BJP) পিটিয়ে খুনের অভিযোগে তোলপাড় বীরভূম (Birbhum)। রবিবার সকালে রামপুরহাটের মল্লারপুরে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। তাঁর নাম জাকির হোসেন (৫০)।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন,  ভোটের ফল ঘোষণার পর বেশ কিছু দিন ঘরছাড়া ছিলেন তিনি। এলাকার পরিস্থিতি শান্ত হওয়ার পর গত ৮ মে বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন জাকির। দুষ্কৃতীরা সেই খবর পেয়ে গিয়েছিলেন। পথেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন এতদিন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুন: লকডাউনের প্রথম সকালে রহস্যজনকভাবে নিখোঁজ শহরের প্রভাবশালী ব্যবসায়ী, হুগলি সেতুতে উদ্ধার গাড়ি

রবিবার সকালে পরিবারের সদস্যরা জাকিরকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয় না। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় জাকিরের। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article