চোলাই মদ আর পিস্তলের গুদাম ছাড়া কোনও শিল্প হয়নি: পাপিয়া অধিকারী

যদিও তৃণমূলের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই। নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করে শাসক শিবিরকে বদনাম করতে মিথ্য়া অভিযোগ চাপাচ্ছে।

চোলাই মদ আর পিস্তলের গুদাম ছাড়া কোনও শিল্প হয়নি: পাপিয়া অধিকারী
পাপিয়া অধিকারী
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 12:13 AM

হাওড়া: বিজেপির (BJP) তারকা প্রার্থী পাপিয়া অধিকারীর নির্বাচনী প্রচারে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত দুই বিজেপি কর্মী।

বিক্ষুব্ধ প্রার্থী পাপিয়া এ দিন বলেন, ‘ মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে শিল্প হবে। ২০১১-র পর থেকে কেবল দুটো শিল্প হয়েছে। চোলাই মদ ও পিস্তলের শিল্প। সকলের পকেটে পকেটে পিস্তল। একটা সন্ত্রাসের রাজনীতি চলছে। আজ আমাদের দলের কর্মীদের মেরেছে। রোজই মারছে। সন্ধে হলেই কেউ আর থাকতে চাইছে না।’

বিজেপি (BJP) কর্মীদের অভিযোগ, তাঁদের প্রচার চলাকালীন তৃণমূলের কর্মীরা আচমকাই হামলা চালায়। আহত হন দুই বিজেপি কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

যদিও তৃণমূলের (TMC) তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই। নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করে শাসক শিবিরকে বদনাম করতে মিথ্য়া অভিযোগ চাপাচ্ছে।

আরও পড়ুন: কৌশানি ছোট মেয়ের মতো, ওর যা মন চায় বলুক: মুকুল