Sukanta Majumdar: এবার ‘পাড়ায় সুকান্ত’, জনগণের কাছে পৌঁছতে নয়া কর্মসূচি রাজ্য বিজেপি সভাপতির

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 16, 2023 | 9:30 PM

আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই যে সুকান্তর এই কর্মসূচি বলে দাবি রাজনৈতিক মহলের।

Sukanta Majumdar: এবার পাড়ায় সুকান্ত, জনগণের কাছে পৌঁছতে নয়া কর্মসূচি রাজ্য বিজেপি সভাপতির
সুকান্ত মজুমদারের বিশেষ কর্মসূচি।

Follow Us

বালুরঘাট: ‘দিদির দূত’-এর পাল্টা! এবার নিজের লোকসভা কেন্দ্রের পাড়ায় পাড়ায় ঘুরবেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মূলত তাঁর লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে এবং সরকারি সমস্ত পরিষেবা তাঁদের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ কর্মসূচি নিয়েছেন বালুরঘাটের সাংসদ (Balurghat MP)। এই কর্মসূচির পুরোটাই তাঁর মস্তিষ্ক-প্রসূত বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। আগামী লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করেই যে সুকান্তর এই কর্মসূচি বলে দাবি রাজনৈতিক মহলের।

বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে কর্মসূচি নিয়েছেন সেটির নাম দিয়েছেন ‘পাড়ায় সুকান্ত’। ইতিমধ্যে এই কর্মসূচির কথা জানিয়ে তাঁর লোকসভা কেন্দ্রে পোস্টার পড়তেও শুরু করেছে। ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার থেকেই এই কর্মসূচি শুরু করছেন সুকান্ত মজুমদার। তাঁর প্রথম কর্মসূচি রাখা হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দৌড়গঞ্জ এলাকায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এরকম কর্মসূচি নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ বলেন, “এই কর্মসূচি সম্পূর্ণভাবে আমার মস্তিষ্ক-প্রসূত। এই কর্মসূচি আমি শুধু আমার লোকসভার জন্য চালু করছি। আমার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনা, তাঁদের বিভিন্ন সার্টিফিকেট দেওয়া, অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা করা সহ স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং প্রধানমন্ত্রীর প্রকল্পগুলির সুবিধা যাঁরা পাননি তাঁদের সুবিধা প্রদান করাই এই কর্মসূচির লক্ষ্য।”

যদিও এর আগেও সাধারণ মানুষের জন্য তাঁর সাংসদ কার্যালয় থেকে এই সমস্ত কাজ করা হত এবং বর্তমানে এটা মানুষের আরও কাছে পৌঁছে দিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে ‘দিদির দূত’, ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প চালু হয়েছে। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ আগেই চালু হয়েছিল। তবে পঞ্চায়েত ভোটের থেকেও বিজেপির পাখির চোখ আগামী বছরের লোকসভা নির্বাচন। তাই এবার ‘দিদির দূত’, ‘দুয়ারে সরকার’-এর পাল্টা হিসাবেই বালুরঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি নিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Next Article