Sagardighi Election: সাগরদিঘিতে বাড়ছে প্রচারের উত্তাপ, ময়দানে কোমর বেঁধে নেমেছে বাম-বিজেপি-কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 17, 2023 | 12:10 AM

বৃহস্পতির পর শুক্রবারও হাইভোল্টেজ হতে চলেছে সাগরদিঘি। আগামী কাল একইসঙ্গে পদযাত্রা এবং বাইক মিছিল করবেন শুভেন্দু অধিকারী।

Sagardighi Election: সাগরদিঘিতে বাড়ছে প্রচারের উত্তাপ, ময়দানে কোমর বেঁধে নেমেছে বাম-বিজেপি-কংগ্রেস
সাগরদিঘি উপ-নির্বাচনের প্রচারে একইদিনে সুকান্ত মজুমদার, অসিত মাল এবং অধীর চৌধুরী।

Follow Us

সাগরদিঘি: সাগরদিঘি বিধানসভা উপ-নির্বাচনের আর হাতেগোনা কয়েকটি দিন বাকি। ফলে শাসক ও বিরোধী- উভয়পক্ষই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে মরিয়া। একদিকে যেমন আসন ধরে রাখতে মরিয়া তৃণমূল, তেমনই ঘাস-ফুল শিবির থেকে সাগরদীঘি আসনটি কেড়ে নিয়ে লোকসভা ভোটের আগেই শাসকদলকে বার্তা দিতে তৎপর বিজেপি। তাই প্রচারে কোনও কসুর রাখতে নারাজ ভারতীয় জনতা পার্টি। আবার তৃণমূল, বিজেপির সঙ্গে পাল্লা দিচ্ছে কংগ্রেসও। বৃহস্পতিবার দিনভর তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের প্রচারে সরগরম হয়ে রইল সাগরদিঘি। একদিকে, সুকান্ত মজুমদারে বর্ণাঢ্য শোভাযাত্রা তো অপরদিকে বোলপুরের তৃণমূল সাংসদের পদযাত্রা, এর মধ্যে আবার নজর কাড়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর পথসভা। সবমিলিয়ে, বৃহস্পতিবার হাইভোল্টেজ হয়ে সাগরদিঘি।

এদিন সকালে প্রথমে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বালিয়া এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করেন। তারপর বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাগরদিঘি হাই স্কুল থেকে বিভিন্ন এলাকা ঘুরে ব্লক মোড় সংলগ্ন এলাকায় মিছিল শেষ করে একটি পথসভা করেন সুকান্ত।

অন্যদিকে, এদিন বিকালে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে নামেন বোলপুরে সাংসদ অসিত মাল। সাগরদিঘির সন্তোষপুর এলাকায় থেকে পায়ে হেঁটে ভোটপ্রচার করেন তিনি। এই পদযাত্রায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ একাধিক দলীয় বিধায়ক ও স্থানীয় নেতা-কর্মী।

তৃণমূল-বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনিও এদিন বিকালে সাগরদিঘির যুগর এলাকায় একটি মিছিল করে জনসংযোগের চেষ্টা করেন। মিছিল শেষে পথসভাও করেন।

বৃহস্পতির পর শুক্রবারও হাইভোল্টেজ হতে চলেছে সাগরদিঘি। আগামী কাল একইসঙ্গে পদযাত্রা এবং বাইক মিছিল করবেন শুভেন্দু অধিকারী। তিনি ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত সাগরদিঘি বিধানসভার ৪ নম্বর মণ্ডলের বারালা অঞ্চলের গোপালদিঘি থেকে সমসাবাদ হয়ে কুমুর্থী পর্যন্ত পদযাত্রার (নেতৃত্বগণ হুডখোলা জিপে থাকবেন) মাধ্যমে জনসংযোগ করবেন।
পদযাত্রার পরই বাইক মিছিল করবেন শুভেন্দু অধিকারী। বিকাল সাড়ে ৪টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে মোড়গ্রাম সেতু পেরিয়ে “বেলেপুকুর মোড়” এলাকা থেকে মোরগ্রামে সভাস্থল পর্যন্ত বাইক মিছিল করবেন তিনি। সাগরিদিঘি যুবমোর্চার নেতৃত্বেই এই মিছিল হবে। তারপর বাইক মিছিল শেষে সভা শুরু হবে। শুভেন্দুর পদযাত্রা, বাইক মিছিল থেকে সভাতেও
সমস্ত কর্মসূচিতে বিজেপি প্রার্থী সম্মানীয় শ্রী দিলীপ সাহা। সবমিলিয়ে, উপ-নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে সাগরদিঘি।

Next Article