ছবি তোলা নিয়ে নির্বাচনী প্রচারেই প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন দুই বিজেপি নেত্রী

tista roychowdhury |

Mar 21, 2021 | 7:53 PM

ঘটনায়, নেত্রী বিনীতা বড়ালের অভিযোগ, বিজেপিবেশী কিছু তৃণমূল কর্মীরা তাঁকে হেনস্থা করতে এই কাজ করেছে।

ছবি তোলা নিয়ে নির্বাচনী প্রচারেই প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন দুই বিজেপি নেত্রী
নিজস্ব চিত্র, অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

পূর্ব বর্ধমান: কে আগে ছবি তুলবেন! এই নিয়ে রীতিমতো ঝগড়া শুরু করে শেষে হাতাহাতিই করে বসলেন দুই বিজেপি (BJP) নেত্রী। তাও আবার, প্রার্থীর নির্বাচনী প্রচার মিছিলে। কাটোয়ার দাইহাটের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গেরুয়া শিবিরে।

সূত্রের খবর, রবিবার সকালে, দাইহাটের বিজেপি (BJP) প্রার্থী শ্যামা মজুমদারের নির্বাচনী প্রচারে ছবি তোলার সময়ে বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদিকা সীমা সরকার মোদককে ওবিসি মোর্চার জেলা সম্পাদিকা বিনীতা বড়াল ধাক্কা দেন। তারপরেই, দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকে হাতাহাতি। দুই নেত্রীকে থামাতে আসেন খোদ প্রার্থী শ্যামা মজুমদার ও অন্যান্য নেতৃত্বরা।

ঘটনায়, নেত্রী বিনীতা বড়ালের অভিযোগ, বিজেপিবেশী কিছু তৃণমূল কর্মীরা (TMC) তাঁকে হেনস্থা করতে এই কাজ করেছে। অন্যদিকে, সীমা সরকার মোদক জানান, ছবি তোলাকে কেন্দ্র করে একটি ছোট ঘটনা ঘটেছে।

যদিও এই ঘটনা শাসক শিবিরের চোখ এড়ায়নি। দাইহাটের পুরপ্রশাসক শিশির মণ্ডল বলেন, ‘ক্ষমতায় না এসেই সামান্য ছবি তোলা নিয়ে হাতাহাতি করছে। ক্ষমতায় এলে না জানি কী কী করবে।’

আরও পড়ুন: ‘মাস্ক পরলে চিনতেই পারছে না’, করোনাবিধি শিকেয় তুলে আজব দাবি প্রার্থীদের

 

Next Article