Joynagar Murder Case: নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার জয়নগরে, সন্দেহ খুনের

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 03, 2022 | 5:45 PM

Joynagar Murder Case: মৃত ওই ছাত্রের দুই হাতে একটি দড়ি বাঁধা থাকায় খুনের সন্দেহ দানা বেঁধেছেl অনুমান করা হচ্ছে যে ওই ছাত্রকে প্রথমে খুন করে পরে খালের জলে ফেলে দেওয়া হতে পারেl স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বকুলতলা থানার ওসি এবং জয়নগরের সিআই সহ বিশাল পুলিশবাহিনীl

Joynagar Murder Case: নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার জয়নগরে, সন্দেহ খুনের
নিজস্ব চিত্র

Follow Us

জয়নগর: বাড়ি থেকে বেরিয়ে আর রাতে বাড়ি ফেরেনি বছর বারোর মীর হোসেন মোল্লা নামের এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র। রাতভর খোঁজাখুঁজি করার পরেও তার খোঁজ মেলেনিl অবশেষে সেই নাবালক ছাত্রের দেহ মিলল বাড়ি থেকে দূরের একটি খালেl চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকার জয়নগরের দুই নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকায়।

জয়নগরের স্থানীয় মনিরতট ৪ নম্বর গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন মোল্লার ১২ বছরের ছেলে মীর হোসেন মোল্লা। এলাকায় একটি জলসা অনুষ্ঠান দেখার জন্য গত বুধবার রাতে বাড়ি থেকে ওই কিশোর বেরিয়েছিল বলে অনুমান। তারপর রাতভর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। এদিক-ওদিক খোঁজাখুঁজি করলেও ওই ছাত্রের কোনও হদিস পাননি আত্মীয়রা। অবশেষে বৃহস্পতিবার সকালেই মনিতর ৬ নম্বর এলাকার একটি খালে ওই ছাত্রের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার কিছু মানুষ। দ্রুত খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

মৃত ওই ছাত্রের দুই হাতে একটি দড়ি বাঁধা থাকায় খুনের সন্দেহ দানা বেঁধেছেl অনুমান করা হচ্ছে যে ওই ছাত্রকে প্রথমে খুন করে পরে খালের জলে ফেলে দেওয়া হতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বকুলতলা থানার ওসি এবং জয়নগরের সিআই সহ বিশাল পুলিশবাহিনীl ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঘটনারও তদন্ত শুরু করেছে তারা।

স্থানীয় এলাকায় একটি জলসা চলছিল বলে জানা গিয়েছে। কেনও ওই ছাত্র বাড়ি থেকে বেরিয়েছিল তা সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে যে জলসা দেখতেই রাতেরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু তারপরই মৃতদেহ মেলায় হতবাক গ্রামবাসীরাও। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা মুস্তাকিম মোল্লা বলেন, ‘স্থানীয়রা মাঠে কাজ করতে যাওয়ার সময় লাশ দেখতে পায়। এরপর একটি ছেলে আমাদের পাড়ায় এসে খবর দিলে আমরা এসে দেখি খালের মধ্যে একটা খুটির কাছে উল্টো অবস্থায় ওর দেহ পড়ে আছে দু হাত বাঁধা অবস্থায়। খাল থেকে ওর দেহ তুলে ফাঁকা জায়গায় রাখে পুলিশ। ওর বাবা মা ভেঙে পড়েছে।’ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: Goa Assembly Election: ‘কংগ্রসকে ভোট দেওয়া মানেই….’, গুরুতর অভিযোগ কেজরীবালের

Next Article