School Bomb Scare: পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক জলাইগুড়ির স্কুলে, ঘটনাস্থলে পুলিশের বড় দল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Apr 29, 2022 | 1:14 PM

School Bomb Scare:পরিত্যাক্ত সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল উত্তরবঙ্গের স্কুলে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সুটকেসটি উদ্ধার করেছে পুলিশ।

School Bomb Scare: পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক জলাইগুড়ির স্কুলে, ঘটনাস্থলে পুলিশের বড় দল
ছবি - স্কুলে বোমাতঙ্ক

Follow Us

জলপাইগুড়ি: গরমের স্কুল ছুটি নিয়ে ইতিমধ্যেই তীব্র চাপানউতর তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। আগামী ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত দেড় মাসের ছুটি ঘোষণা করে দিয়েছে। এবার এরমধ্যে পরিত্যাক্ত সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল উত্তরবঙ্গের(North Bengal) স্কুলে। সূত্রের খবর, এদিন সকালে জলপাইগুড়ির(Jalpaiguri) সোনাউল্লা প্রাইমারি স্কুল খুলতেই একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পান স্কুলের কর্মীরা। বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। তবে কে বা কারা তা রেখে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। খবর যায় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি বড় দল। আতঙ্কের আবহে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলে।

ঘটনা প্রসঙ্গে স্কুলের শিক্ষক তপজ্যোতি বাবু জানান, “আমাদের আজ স্কুলের বাচ্চাদের টিকাকরণ হওয়ার কথা ছিল। প্রথম ডোজের টিকাকরণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজ শুধুমাত্র দ্বিতীয় দফার টিকাকরণের কথা ছিল। কিন্তু আজ সকালে আসতেই দেখা যায় ক্লাসরুমের মধ্য়ে একটা পরিত্যক্ত সুটকেস রাখা রয়েছে। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়া-অভিভাবকদের মধ্যে”। এই স্কুলেরই সহকারী শিক্ষক শ্বেতকেতু দেব বলেন, “আমরা যখন সকালে স্কুলে আসি তখন তখন বাচ্চারা জানায় দোতলার একটি ঘরে একটি পরিত্যক্ত সুটকেস পড়ে রয়েছে। তখনই আমি স্কুলের প্রধান শিক্ষক অনির্বান বাবুকে ডেকে নিয়ে আসি। উনি ফোন করেন পুলিশে। পুলিশের একটি বড় দল এসে গোটা এলাকা ঘিরে ফেলে। বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে আজ স্কুলে ছুটি দেওয়া হয়েছে। তবে শিক্ষরা পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুলে রয়েছেন”।

শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সুটকেসটি উদ্ধার করেছে পুলিশ। তবে তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত। তাদের ধারনা স্কুলেরই কোনও কর্মচারী হয়তো ভুল করে সুটকেসটি ফেলে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সেটি নিতে পুলিশের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। প্রসঙ্গত, মাসখানেক আগে মুর্শিদাবাদের হাজারপুর গ্রামে শিশু শিক্ষা কেন্দ্রের পিছনে লিচু বাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুলের পাশে থাকা আম ও লিচু বাগানের মধ্যে তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। বোমা স্কোয়াডের তৎপরতায় দীর্ঘ চেষ্টার পর বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন- এক ধাক্কায় বিদ্যুতের খরচ বাড়ল অনেকটা, জেনে নিন ইউনিট প্রতি কত দাম?

Next Article