জলপাইগুড়ি : আমাজনের ম্যাকাও পাখি হাজির ময়নাগুড়িতে। কীভাবে পাখিটি এল, তার কারণ জানতে তদন্ত শুরু করল বন দফতর। জলপাইগুড়িতে সম্প্রতি সেই বিরল প্রজাতির পাখির দেখা পাওয়া গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি অঞ্চলের পারের বাড়ি গ্রামে ধরা পড়েছে ওই পাখি। দীপু রায় নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি লাল ও সবুজ রঙের ম্যাকাও পাখি উদ্ধার হয়। পাখিটিকে উড়ে এসে ওই বাড়িতে বসতে দেখেছেন প্রতিবেশীরা।
আমাজনের জঙ্গলে যে ম্যাকাও পাখির দেখা মেলে, সে কীভাবে ময়নাগুড়িতে এল, তার কারণ জানতে তদন্ত শুরু করেছে বন দফতর। বাড়ির সদস্যরাই পাখিটিকে ধরে রেখে খবর দেয় বনদফতরে। পরিবেশ কর্মীদেরও খবর দেওয়া হয়। এরপর ময়নাগুড়ির পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় গিয়ে পাখিটিকে উদ্ধার করে আনেন। তাকে আঙুর, আপেল, পেয়ারা ইত্যাদি খাওয়ানো হয়। পরে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের রামশাই রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় পাখিটিকে। বনকর্মীরা পাখিটিকে নিয়ে চলে যায় গরুমারা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে। আপাতত পাখিটি সেখানেই পর্যবেক্ষণে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ প্রেমী নন্দু রায়কে নিয়ে পারের বাড়ি গ্রামে যান রামশাই রেঞ্জের রেঞ্জ অফিসার সুখদেব রায়। সেখানে পৌঁছে তিনি সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। যে ব্যক্তি পাখিটিকে দেখেছিলেন, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কীভাবে এই বিদেশি ম্যাকাও এখানে এল তার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে বলে জানাচ্ছে বন দফতর।
স্থানীয় পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস জানান, এই ধরনের বিদেশি পাখি তাঁরা কোনওদিন দেখেননি। তাই পাখিটিকে দেখার পর সঙ্গে সঙ্গে বন দফতরকে জানানো হয়। পরে আধিকারিকরা আসেন। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আর যদি কেউ চোরাকারবারের জন্য এই পাখিটিকে এনে থাকেন তবে তাঁর বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
রেঞ্জ অফিসার সুখদেব রায় জানান, কীভাবে শীতপ্রধান দেশের ম্যাকাও পাখিটি এখানে এল তা জানতেই তাঁরা গ্রামে এসেছিলেন। গ্রাম থেকে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছেন তাঁরা। প্রয়োজনে আবারও এই গ্রামে আসবেন বলে জানিয়েছেন। পাখিটি সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : Admission in College: রাজ্যে বদলে যাচ্ছে কলেজে ভর্তির নিয়ম, শীঘ্রই হতে পারে বড় ঘোষণা