পূর্ব বর্ধমান: বিজেপিতে (BJP) যোগ দিয়েই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মণ্ডল (Sunil Kumar Mondal)। ইতিমধ্যেই সাতজনের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী চলে এসেছে তাঁর বর্ধমানের বাড়িতে।
হেস্টিংসে সুনীলবাবুর গাড়ির উপর তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। তারপরেই তিনি কেন্দ্রীয় সরকারের (Central Government) কাছে নিরাপত্তার আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার এই নিরাপত্তা বাহিনী দিয়েছে বলে জানালেন সদ্য বিজেপিতে আসা সাংসদ সুনীল কুমার মণ্ডল।
আজ সুনীলবাবুর বর্ধমানের বাড়িতে গিয়ে দেখা গেল, সদর দরজার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। এই সাতজন নিরাপত্তারক্ষীর মধ্যে দু’জন অফিসার পদমর্যাদার ও পাঁচ জন কনস্টবল রয়েছেন।
তৃণমূল ছাড়ার বিষয়ে আক্ষেপ করে সুনীলবাবু বলেন, “তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথের চরণ সেবা করলে পদ পাওয়া যাবে। না হলে পদ পাওয়া যাবে না। আমি আমার ব্যক্তিত্ত্ব বিসর্জন করে দল করতে পারব না। যেই দলে সম্মান নেই সে দলে না থাকাই ভাল। দলে দুর্নীতি নিয়ে আমি বহুবার মুখ খুলেছি, যে কারণে আমি খারাপ। যে নেতা পঞ্চায়েতে জিততে পারে না, তাকে জেলা পরিষদের মেন্টর করা হয়েছে। সে কারণেই আমার দল ছাড়া।”
আরও পড়ুন: কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে অপসারিত শুভেন্দুর ভাই সৌমেন্দু
তবে এত কিছুর পরেও বর্তমানে রাজ্য সরকারের দেওয়া দু’জন নিরাপত্তারক্ষী আছে সুনীলবাবুর। কেন্দ্রীয় নিরাপত্তার পর রাজ্যের নিরাপত্তা আর রাখা হয় কিনা সেটাই এখন দেখার। তবে রাজ্য রাজনীতিতে এখন বেশ হেভিওয়েট নাম হয়ে উঠলেন এই সাংসদ, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: দেশে করোনা প্রতিষেধকের সফল ‘ড্রাই রান’! কয়েক দিনের মধ্যেই টিকাকরণ?