দেশে করোনা প্রতিষেধকের সফল ‘ড্রাই রান’! কয়েক দিনের মধ্যেই টিকাকরণ?

'ড্রাই রানের' শেষ দিন মঙ্গলবার বিবৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পদ্ধতি নিয়ে 'ড্রাই রানে' অংশগ্রহণকারী কোনও রাজ্যেরই আপত্তি নেই।

দেশে করোনা প্রতিষেধকের সফল 'ড্রাই রান'! কয়েক দিনের মধ্যেই টিকাকরণ?
টুইটারে জানালেন হর্ষ বর্ধন
Follow Us:
| Updated on: Dec 29, 2020 | 6:44 PM

নয়া দিল্লি: দেশে করোনা প্রতিষেধকের (COVID vaccine) সফল ‘ড্রাই রান’ সম্পূর্ণ হল। ৪ রাজ্যের প্রত্যেক জেলাতেই সফল করোনা প্রতিষেধক বিতরণের মহড়া। ‘ড্রাই রানের’ শেষ দিন মঙ্গলবার বিবৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পদ্ধতি নিয়ে ‘ড্রাই রানে’ অংশগ্রহণকারী কোনও রাজ্যেরই আপত্তি নেই। দেশে করোনা প্রতিষেধক বিতরণে বড় ভূমিকা পালন করবে ‘কো-উইন’ অ্যাপ। সেই অ্যাপ সম্পর্কিত কয়েকটি সংশোধনের কথা জানিয়েছে ৪ রাজ্য।

অসম, অন্ধ্র প্রদেশ, পঞ্জাব ও গুজরাটে সফলভাবে সম্পূর্ণ হল এই ‘ড্রাই রান।’ পরিবহণ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে এই মহড়া করোনা প্রতিষেধক বিতরণের কার্যকলাপ। তবে এখনও ভারতে অনুমোদনপ্রাপ্ত কোনও করোনা প্রতিষেধক নেই। করোনা প্রতিষেধকের বিতরণের জন্য দেশে এপর্যন্ত ২,৩০০ টি প্রশিক্ষণ শিবির হয়েছে। যেখানে ইতিমধ্যেই স্বাস্থ্য আধিকারিক-সহ ৭ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজ়ার, সেরাম ও ভারত বায়োটেক। সেরাম কর্তা পুনাওয়ালার মতে ভারতে খুব তাড়তাড়িই অনুমোদন পেতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। তবে বিশ্বের সবচেয়ে বেশি দেশে অবশ্য অনুমোদন পেয়েছে ফাইজ়ার। কিন্তু দেশে ফাইজ়ারের কোনও ট্রায়াল হয়নি। তাই এগিয়ে বাকি দুই প্রতিষেধক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন অবশ্য জানিয়েছেন, জানুয়ারির যে কোনও সপ্তাহে শুরু হতে পারে করোনা টিকাকরণ। অর্থাৎ অল্প কয়েক দিনের মধ্যেই অনুমোদন পাবে কোনও এক ভ্যাকসিন।

আরও পড়ুন: ‘লভ জিহাদ’ রুখতে শিবরাজও হাঁটলেন যোগীর পথে, জারি হল অধ্যাদেশ

পুনাওয়ালা এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে তাদের তৈরি প্রথম ৫ কোটি ডোজ় পাবে ভারতই। প্রতিষেধক বিতরণের রোডম্যাপ আগেই তৈরি করে ফেলেছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে প্রথম পর্বে ২৯ কোটি মানুষ করোনা প্রতিষেধক পাবেন। সেই ২৯ কোটির মধ্যে প্রথম ১ কোটি স্বাস্থ্যকর্মী, ২ কোটি প্রথম সারির যোদ্ধা ও ২৬ কোটি বয়স্ক। তবে প্রতিষেধক নিয়ে সুখবর আসলেও দেশে একাধিক ব্যক্তির শরীরে ধরা পড়েছে করোনা নতুন অভিযোজিত রূপ। এদেশে ব্রিটেনের ‘সুপার স্প্রেডারের’ হদিশ মেলায় ইতিমধ্যেই সারা দেশে আতঙ্ক। তবে সফল ‘ড্রাই রানের’ এই সুখবর আতঙ্কের আবহে আশ্বাস জোগাচ্ছে, এমনটাই মত বিশেষজ্ঞদের।