বিজেপি শাসিত রাজ্যের পশু হাসপাতালের থেকেও খারাপ উত্তরবঙ্গ মেডিক্যাল: কেন্দ্রীয় মন্ত্রী

ঋদ্ধীশ দত্ত |

Jan 08, 2021 | 9:50 PM

"এই সমস্যা মেটানোর একটাই উপায়। এই সরকারকে হারিয়ে দেওয়া। লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই উত্তরবঙ্গের মানুষ রায় দিয়েছেন। আগামী নির্বাচনেও তৃণমূলকে হারাতে হবে।"

বিজেপি শাসিত রাজ্যের পশু হাসপাতালের থেকেও খারাপ উত্তরবঙ্গ মেডিক্যাল: কেন্দ্রীয় মন্ত্রী
বিজেপি শাসিত রাজ্যের পশু হাসপাতালের থেকেও খারাপ উত্তরবঙ্গ মেডিক্যাল: কেন্দ্রীয় মন্ত্রী

Follow Us

শিলিগুড়ি: “পশু হাসপাতালের চেয়েও খারাপ অবস্থা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের (North Bengal Medical College & Hospital)।” খড়িবাড়ির নির্যাতিতা আদিবাসী কিশোরী ও তাঁর মায়ের সঙ্গে দেখা করে এই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল (Prahlad Singh Patel)।

এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে নির্যাতিতা কিশোরীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করে বলেন, “বিজেপি শাসিত রাজ্যের পশু হাসপাতাল এর চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। এই সমস্যা মেটানোর একটাই উপায়। এই সরকারকে হারিয়ে দেওয়া। লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই উত্তরববঙ্গের মানুষ রায় দিয়েছেন। আগামী নির্বাচনেও তৃণমূলকে হারাতে হবে।”

আরও পড়ুন: শেষমেশ নতুন দলের ঘোষণা সিদ্দিকির, জোটে হাঁটলে প্রার্থী দেবেন ২৯৪ আসনেই

দশ টাকা ও চকোলেটের লোভ দেখিয়ে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি খড়িবাড়ির এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি, নাম উজ্জ্বল সরকার। এই প্রসঙ্গে শাসকদলের উদ্দেশে আক্রমণে শান দিয়ে তিনি বলেন, “তৃণমূলের বিভৎস চেহারা এটি। এক নাবালিকা আদিবাসীকে ধর্ষণ করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আরও পড়ুন: ভরসা দিয়েও লাভ হল না, নন্দীগ্রামে শুভেন্দুর সভায় অপ্রত্যাশিত ‘বিপর্যয়’

Next Article