Arijit Singh: ‘অরিজিৎ মা-মাটি-মানুষের ছেলে, ওর অহঙ্কার নেই’, সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 16, 2023 | 4:32 PM

মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ নিজের জেলাতেই হাসপাতাল গড়তে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এ বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন।

Arijit Singh: অরিজিৎ মা-মাটি-মানুষের ছেলে, ওর অহঙ্কার নেই, সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Follow Us

সাগরদীঘি: মুর্শিদাবাদে হাসপাতাল গড়তে চান প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। তাঁকে হাসপাতাল গড়ার ব্যাপারে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। সোমবার মুর্শিদাবাদের সাগরদীঘিতে জনসভা মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অরিজিৎ সিংকে মা-মাটি-মানুষের ছেলে বলেও উল্লেখ করেন।

বিশিষ্ট গায়ক অরিজিৎ সিং আদতে মুর্শিদাবাদ জেলার ছেলে। তাই নিজের জেলাতেই হাসপাতাল গড়তে চান অরিজিৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এ বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। সেকথা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অরিজিৎ বলেছেন, জঙ্গিপুরে একটি হাসপাতাল গড়তে চান। আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি, তুমি হাসপাতাল কর। যা-যা সাহায্য লাগবে, আমরা করব। জঙ্গিপুরেও যদি তুমি হাসপাতাল করতে চাও, কর। আমরা সবরকম সাহায্য করব।”

অরিজিৎ বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় হলেও নিজের জেলার কথা ভোলেননি। সেজন্যই তিনি মুর্শিদাবাদে হাসপাতাল করতে চান বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
এপ্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “অরিজিৎ মা-মাটি-মানুষের ছেলে। অরিজিৎ মাটিতে পা রেখে চলেন। ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণ-ই সবচেয়ে বড় অহঙ্কার, বড় অলঙ্কার।” মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ ‘খুব ভালো গান করেন’ এবং আজ ‘সারা বিশ্বের গর্ব’ বলেও তাঁর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা।

জঙ্গিপুরে অরিজিৎ সিংয়ের হাসপাতাল গড়ার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এদিন বিধায়ক জাকির হোসেন সহ মুর্শিদাবাদের অন্যান্য ব্যবসায়ী, শিল্পপতিদেরও জেলায় হাসপাতাল গড়ার কথা জানান মুখ্যমন্ত্রী।

Next Article