Pujoy Pulse: পালস ক্যান্ডির চটপটা স্বাদেই চারচাকা, বাইক জেতার সুযোগ, পুজোয় পালসের ট্যাবলো এবার কোচবিহারে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 15, 2023 | 12:58 PM

Pujoy Pulse: এই ট্যাবলোতেই রয়েছে মজার খেলা। আপনার পাড়ায় গেলেই সেই খেলায় অংশ নিতে পারবেন ৮ থেকে ৮০, সকলেই। থাকছে কিছু সহজ প্রশ্ন। সেই প্রশ্নগুলির উত্তর দিলেই পাওয়া যাচ্ছে উপহার। ট্যাবলোতে মোট কতগুলি ক্যান্ডি রাখা আছে তাও জানতে চাওয়া হচ্ছে। অনুমান করে দিতে হবে উত্তর।

Follow Us

কলকাতা: ঝকঝকে আকাশ, কাশের বোনে দোলা, বর্ষাসুরের বিদায়, আবহাওয়া অফিসের সুখবর, সব মিলিয়ে পুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। মহালয়া থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পুজো মণ্ডপগুলিতে। এরইমধ্যে পুজোর আনন্দ আরও বাড়াতে হাতে হাত মিলিয়ে ময়দানে নেমেছে পালস ক্যান্ডি ও টিভি-৯ বাংলা। বাংলার ২২ শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো। হলুদ রঙের সেই ট্যাবলোয় লুকিয়ে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি, মোটর বাইক, স্কুটি জেতার সুযোগ। পুজোর মুখে এই ট্যাবলোকে ঘিরেই এখন উন্মাদনা দিকে দিকে। এবার সেই ট্যাবলোয়ই পৌঁছে গেল কোচবিহারে। 

ট্যাবলো দেখে কোচবিহারে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল কচিকাচাদের। বড়দের মধ্যে উন্মদনা ছিল দেখার মতো। পালস ক্যান্ডির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল অনেককে। একজন তো বললেন, পালসের ভিতরে একটা চটপটা জিনিস আছে। ওটা খেতে আরও বেশি ভাল লাগে। ট্যাবলোটাও, খেলাটাও খুবই ভাল। 

এই ট্যাবলোতেই রয়েছে মজার খেলা। আপনার পাড়ায় গেলেই সেই খেলায় অংশ নিতে পারবেন ৮ থেকে ৮০, সকলেই। থাকছে কিছু সহজ প্রশ্ন। সেই প্রশ্নগুলির উত্তর দিলেই পাওয়া যাচ্ছে উপহার। ট্যাবলোতে মোট কতগুলি ক্যান্ডি রাখা আছে তাও জানতে চাওয়া হচ্ছে। অনুমান করে দিতে হবে উত্তর। উত্তর দিতে পারলেই হাতে হাতে মিলছে পুরস্কার। তবে এখানেই শেষ নয়। ট্যাবলোটির ২২টি শহর ঘোরা শেষ হয়ে গেলেই হবে লটারি। সেখানেই থাকছে একটি চারচাকার গাড়ি, বাইক ও স্কুটি জেতার সুযোগ। তিনজন ভাগ্যবান পাবেন সেই বিশেষ পুরষ্কার। তাই আর অপেক্ষা কিসের, ট্যাবলো দেখলেই অংশ নিন খেলায়।

কলকাতা: ঝকঝকে আকাশ, কাশের বোনে দোলা, বর্ষাসুরের বিদায়, আবহাওয়া অফিসের সুখবর, সব মিলিয়ে পুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। মহালয়া থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পুজো মণ্ডপগুলিতে। এরইমধ্যে পুজোর আনন্দ আরও বাড়াতে হাতে হাত মিলিয়ে ময়দানে নেমেছে পালস ক্যান্ডি ও টিভি-৯ বাংলা। বাংলার ২২ শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো। হলুদ রঙের সেই ট্যাবলোয় লুকিয়ে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি, মোটর বাইক, স্কুটি জেতার সুযোগ। পুজোর মুখে এই ট্যাবলোকে ঘিরেই এখন উন্মাদনা দিকে দিকে। এবার সেই ট্যাবলোয়ই পৌঁছে গেল কোচবিহারে। 

ট্যাবলো দেখে কোচবিহারে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল কচিকাচাদের। বড়দের মধ্যে উন্মদনা ছিল দেখার মতো। পালস ক্যান্ডির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল অনেককে। একজন তো বললেন, পালসের ভিতরে একটা চটপটা জিনিস আছে। ওটা খেতে আরও বেশি ভাল লাগে। ট্যাবলোটাও, খেলাটাও খুবই ভাল। 

এই ট্যাবলোতেই রয়েছে মজার খেলা। আপনার পাড়ায় গেলেই সেই খেলায় অংশ নিতে পারবেন ৮ থেকে ৮০, সকলেই। থাকছে কিছু সহজ প্রশ্ন। সেই প্রশ্নগুলির উত্তর দিলেই পাওয়া যাচ্ছে উপহার। ট্যাবলোতে মোট কতগুলি ক্যান্ডি রাখা আছে তাও জানতে চাওয়া হচ্ছে। অনুমান করে দিতে হবে উত্তর। উত্তর দিতে পারলেই হাতে হাতে মিলছে পুরস্কার। তবে এখানেই শেষ নয়। ট্যাবলোটির ২২টি শহর ঘোরা শেষ হয়ে গেলেই হবে লটারি। সেখানেই থাকছে একটি চারচাকার গাড়ি, বাইক ও স্কুটি জেতার সুযোগ। তিনজন ভাগ্যবান পাবেন সেই বিশেষ পুরষ্কার। তাই আর অপেক্ষা কিসের, ট্যাবলো দেখলেই অংশ নিন খেলায়।

Next Article