শীতলকুচি: নাগাল্যান্ড পুলিশকে ঘিরে বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির। জানা গিয়েছে এদিন ভোরবেলা নাগাল্যান্ড পুলিশের একটি টিম শীতলকুচিতে আসে। সেখানেই গাছতলা এলাকার এক বাসিন্দাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। উত্তেজিত জনতা নাগাল্যান্ড পুলিশের গাড়িটিতে ব্যাপক ভাঙচুরও করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। নাগাল্যান্ড পুলিশের কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। তবে কী কারণে নাগাল্যান্ড পুলিশের ওই দল গাছতলার ওই বাড়িতে এসেছিল তা এখনও পরিষ্কার করা হয়নি শীতলকুচি থানার পুলিশের তরফে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, এলাকার নিরাপত্তা বাড়ানো হয়ছে। সুস্থ অবস্থাতেই পুলিশ কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে, খবর নাগাল্যান্ডের কোনও মামলায় অভিযুক্ত এক ব্যাক্তিকে গ্রেফতার করতে এসেছিল নাগাল্যান্ডের পুলিশের দলটি। অভিযুক্তকে ধরে নিয়ে যাওয়ার সময় অশান্তির সৃষ্টি হয়। তবে কোন কেস, কোন মামলা, আসল অভিযোগ কী তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার পর থেকেই তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা।