AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: কোচবিহারে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় জেনেই আসরে তৃণমূল

Cooch Behar: অভিযুক্ত ব্যক্তি এলাকায় বিজেপি কর্মী পরিচিত হওয়ায় আসরে নামে তৃণমূল। গেরুয়া শিবিরকে তোপ দাগতে শুরু করেন শাসকদলের নেতারা। পিটিয়ে খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ।

Cooch Behar: কোচবিহারে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় জেনেই আসরে তৃণমূল
| Edited By: | Updated on: Jul 28, 2025 | 12:15 AM
Share

কোচবিহার: জমিতে চাষ করাকে কেন্দ্র করে বিবাদ। তার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম সুবোধ মালাকার। ঘটনাটি কোচবিহারের পানিশালা এলাকার। খুনের ঘটনায় অভিযুক্ত এলাকারই বাসিন্দা পরিমল দাস। অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। ফলে খুনের এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। বিজেপিকে আক্রমণ করে সরব হয়েছে তৃণমূল।

মৃতের পরিবারের বক্তব্য, অভিযুক্ত ব্যক্তি তাঁদের জমিতে কাজ করতেন। রবিবার বাড়ির কর্তা সুবোধ মালাকারের সঙ্গে অভিযুক্ত পরিমল দাসের কাজ নিয়ে বচসা বাধে। সেই সময় সুবোধ মালাকারকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তাঁকে মাঠে ফেলে দেওয়া হয়।

গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এদিকে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় বিজেপি কর্মী পরিচিত হওয়ায় আসরে নামে তৃণমূল। গেরুয়া শিবিরকে তোপ দাগতে শুরু করেন শাসকদলের নেতারা। পিটিয়ে খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। মৃত ব্যক্তিকে তাঁদের দলের সমর্থক জানিয়ে বিজেপিকে আক্রমণ করে ঘটনার নিন্দা করেন তিনি।

আবার রাতেই হাসপাতালে পৌঁছে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মৃতের পরিজনদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি বিজেপি সমর্থক। এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তিনি। এই নিয়ে বিজেপির এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।