দিনহাটা: ফের উত্তপ্ত দিনহাটা। এবার কোচবিহারের দিনহাটার (Dinhata) ভেটাগুড়িতে তৃণমূলের (Trinamool Congress) দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। হামলার অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। অভিযোগ, এদিন দিনহাটার ভেটাগুড়ি ১ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অতর্কিত হামলা চালায় বিজেপির কর্মীরা। বোমাবাজিও হয়। একইসঙ্গে দলীয় কার্যালয়ে থাকা কর্মীদের উপর তির দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাতেই আহত হয়েছেন ভেটাগুড়ির তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন।
বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। তিরবিদ্ধ অবস্থাতেই ঘটনা প্রসঙ্গে অনন্ত বর্মন বলেন, “পার্টি অফিসে ঢুকে মারধর করেছে। শুধু আমাকে নয় অনেক কর্মীকেই মারধর করেছে। বাঁশ, লাঠি দিয়ে মারধর করেছে। তিরও ছুঁড়েছে। বাকিরা এখন কী অবস্থায় আছে আমি ঠিক জানিনা।” যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় বিজেপি নেতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অনন্ত বর্মন নামে আক্রান্ত ওই তৃণমূল নেতার বক্তব্য, “লাটাগুড়িকে শান্ত রাখতে আমরা দায়বদ্ধ। যেহেতু ওদের জনসমর্থন নেই, তাই এভাবে তৃণমূল নেতাদের আক্রমণ করে, মেরে ফেলার চক্রান্ত করে, পঞ্চায়েত প্রধানদের হুমকি দিয়ে গ্রাম পঞ্চায়েত দখলের চেষ্টা করছে।”
বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পার্থপ্রতিমকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরই তাঁর অনুগামীরা ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত নয়।”