Ankita Adhikari: আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল, এবার তৃণমূলের হাত ধরে নতুন ‘চাকরি’ পরেশ কন্যা অঙ্কিতার
Ankita Adhikari: লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে ভাল ফল করেছে দল। তাতেই খুশি দলের বড় নেতারা। সে কারণেই অঙ্কিতাকে এবার গুরু দায়িত্ব দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অঙ্কিতাকে যে জেলা সম্পাদক করা হচ্ছে এদিন তার ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
কোচবিহার: আদালতের নির্দেশে ঘরের পাশের স্কুলের চাকরি গিয়েছিল। সেই সবসময় একটানা খবরে উঠে এসেছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তা নিয়ে রাজ্যজুড়ে কম জলঘোলা হয়নি। সেই অঙ্কিতা অধিকারী এবার রাজনীতির ময়দানে। শুক্রবার অঙ্কিতাকে কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।
লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে ভাল ফল করেছে দল। তাতেই খুশি দলের বড় নেতারা। সে কারণেই অঙ্কিতাকে এবার গুরু দায়িত্ব দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অঙ্কিতাকে যে জেলা সম্পাদক করা হচ্ছে এদিন তার ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবুর বক্তব্য, “অঙ্কিতা শেষ নির্বাচনে পরেশ অধিকারীর সঙ্গে একযোগে করেছেন। দল ভাল জায়গায় পৌঁছেছে। তাই ভাল ফলের কারণে তাঁকে নতুন পদে আনা হয়েছে।”
ওপর দিকে অঙ্কিতা অধিকারী জানান, দলের জেলা সভাপতি তাঁকে দায়িত্ব দিয়েছেন। তিনি সেই দায়িত্ব সহকারেই তা পালন করবেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগ এখনও চলছে চাপানউতোর। এখনও জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর তৎকালীন ডেপুটিও মন্ত্রী পদ হারিয়েছেন। চাকরি হারিয়েছেন পরেশের মেয়ে অঙ্কিতাও। এবার একেবারে নতুন ভূমিকায় পরেশ কন্যা।