কোচবিহার: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে সীমান্তে নানারকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রিপ ফ্লেয়ার নামক একটি বিশেষ যন্ত্রও বসানো হয়েছে। যে মেশিন স্পর্শ করলেই আগুন বেরতে শুরু করবে। তারপরও প্রতিনিয়ত অনুপ্রবেশকারীদের খবর পাওয়া যাচ্ছে। যেখানে কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার বসানো হচ্ছে। তারপরও থামানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। তাই এবার নতুন ব্যবস্থা।
সীমান্তে এবার কাঁটাতারে ঝোলানো হচ্ছে ফাঁকা কাচের বোতল। কয়েকদিন আগে মেখলিগঞ্জ ব্লকের নাকারের বাড়ি সংলগ্ন উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় গ্রামবাসীরা। সেই কাঁটাতারে সারিবদ্ধভাবে কাঁচের বোতল ঝুলিয়ে দিলেন বিএসএফ আধিকারিকরা। এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে। কাঁটাতারের সুরক্ষার জন্যই এই বোতল ঝোলানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরপর কাঁটাতারে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। কেউ কাঁটাতার স্পর্শ করলে বোতল দুটির পরস্পর সংস্পর্শে শব্দ তৈরি হচ্ছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, সীমান্তের জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়েছে গ্রামবাসীরা। জিরো পয়েন্ট থেকে প্রায় ১৫০ গজ দূরে ডিউটি করেন বিএসএফ জওয়ানরা। পরিকাঠামোর অভাবে অন্যান্য সীমান্তে ১০০ মিটার পর পর লাইট লাগানো থাকলেও সেখানে লাইট লাগানো সম্ভব হয়নি।
তাই ঘন কুয়াশা কিংবা রাতের অন্ধকারের সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা যদি কাঁটাতারের কিছু ফেলার চেষ্টা করে বা কেউ কাঁটাতার কাটার চেষ্টা করে তাহলে কাঁচের বোতলের শব্দ পৌঁছে যাবে ভারতীয় সীমান্তরক্ষীদের কানে।