দিনহাটা: ভেটাগুড়ির পর এবার দিনহাটার নয়ারহাট। আবারও পা বাঁধা অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, খুন করে ফেলে রাখা হয়েছে ওই যুবককে। দেহ উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর যায় পুলিশে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু, যদি খুন করা হয়ে থাকে তার পিছনে কী রহস্য তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মণ বলছেন, সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে ওই এলাকার কিছু লোকজন মাঠে কাজ করতে যান। তখনই তাঁরা মাঠে ওই যুবককে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই তখন আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু, যুবককে গ্রামের কেউ চেনে না। পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, কেউ বা কারা খুন করে ফেলে গিয়েছে যুবককে। তা হয়ে থাকতে পারে রাতের দিকে। যুবকের পা যেমন বাঁধা ছিল তেমনই তাঁর দেহের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে।