Rahul Gandhi: বাংলায় ‘ভারত জোড়ো যাত্রা’ ঢোকার আগেই ছেঁড়া হল রাহুলের পোস্টার

Rahul Gandhi: রাহুল গান্ধীর এই যাত্রা আসার আগে কোচবিহারের একাধিক জায়গায় সাঁটানো হয়েছিল পোস্টার-হোডিং। কিন্তু মঙ্গলবার দেখা যায় কেউ বা কারা সেই পোস্টার ছিড়ে ফেলেছে। কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র জেলা কংগ্রেস কার্যালয়ে জানান, শাসকদল ভয় পেয়েছে। তাই এমন সব কাজ করছে।

Rahul Gandhi: বাংলায় 'ভারত জোড়ো যাত্রা' ঢোকার আগেই ছেঁড়া হল রাহুলের পোস্টার
কোচবিহারে উত্তেজনা Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 10:58 AM

কোচবিহার: আগামী ২৫ তারিখ উত্তরপূর্ব থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ ন্যায় যাত্রা অসম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। কোচবিহারের মধ্যে দিয়ে যাত্রা যাবে ফালাকাটা হয়ে জলপাইগুড়ি। আর তার আগেই ছড়াল উত্তেজনা। কংগ্রেসের এই যাত্রা কোচবিহারে আসার আগেই ছেড়া হল ফ্লেক্স। অভিযোগ তৃণমূলের দিকে।

রাহুল গান্ধীর এই যাত্রা আসার আগে কোচবিহারের একাধিক জায়গায় সাঁটানো হয়েছিল পোস্টার-হোডিং। কিন্তু মঙ্গলবার দেখা যায় কেউ বা কারা সেই পোস্টার ছিড়ে ফেলেছে। কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র জেলা কংগ্রেস কার্যালয়ে জানান, শাসকদল ভয় পেয়েছে। তাই এমন সব কাজ করছে। তবে তৃণমূলের দিকে দায় ঠেললেও অভিযোগ অস্বীকার করেছে তারা। তৃণমূল নেতা ও কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি আবদুল জলিল আহমেদ বলেন, “তৃণমূলের লোক এই সব করে না। আর কংগ্রেসের কথা আমাদের লোক কেন করবে? আসলে বিজেপির সঙ্গে লিঙ্ক করে কেই এই কাজ করেছে।”

প্রসঙ্গত, রাহুলের এই পদযাত্রা নিয়ে উত্তপ্ত হয়ে উঠছিল অসমের রাজধানী গুয়াহাটিতে। রাহুল গান্ধীর যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অসম পুলিশের বিরুদ্ধে। কংগ্রেস কর্মী-সমর্থকেরা পাল্টা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। ধ্বস্তাধস্তিও হয় পুলিশের সঙ্গেও। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও। এবার বাংলায় কংগ্রেসের র‌্যালি ঢোকার আগেই তৈরি হল উত্তেজনা।