কোচবিহার: দিনহাটায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা। শুধু তাই নয় পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাস্থান দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা এলাকা। জানা গিয়েছে, ওই ব্য়ক্তির নাম মুন্সের আলি। এলাকায় তিনি তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত। গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় তাজা বোমা। এছাড়াও উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম।
গতকাল দিনহাটা আইসি সুরজ থাপড় নেতৃত্বে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। তারপরই উদ্ধার হয় দু’টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। প্রতিটি সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, উপনির্বাচনে উদয়ন ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়েছিল কোচবিহারের রাজনৈতিক চিত্র। ধোপেই টিকলেন না বিজেপির সেই মেজাজ। অশোক মণ্ডল তাঁর কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন। ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী হলেন উদয়ন গুহ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ৩০৬ টি ভোট।
কোচবিহারের ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অমিত শাহর ডেপুটি নিশীথ। ২৩৪ নম্বর বুথের ভোটার তিনি। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী ওই বুথে ৪৫০ জন ভোটারের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র ৯৫। সেখানে ৩৫০ ভোট পেয়ে দ্বিগুণ মার্জিন নিয়েছেন উদয়ন গুহ। ফলে দিনহাটা কেন্দ্রে রাজ্য বিজেপির পর্যবেক্ষক নিশীথ প্রামাণিকের গড়েই তাঁকে গোল দিলেন তৃণমূল প্রার্থী।
একুশের বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর ভোটের ব্যবধান ছিল ৫৭। উপনির্বাচনে উদয়ন গুহ ও অশোক মণ্ডলের ভোটের ব্যবধান ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি। উপনির্বাচনে বিজেপি প্রার্থী পেলেন মাত্র ২০ হাজারের কিছু বেশি ভোট।
আরও পড়ুন: Dilip Ghosh On Duare Ration: ‘লোকের কাছে ভাল সাজতে চাইছেন…’, দুয়ারে রেশন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের