AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: ফর্ম আপলোড করতে গিয়ে বিপত্তি, BLO-কে আটকে রেখে বিক্ষোভ

SIR In WB: মাথাভাঙা এলাকায় ২৪৩ ও ২৪৪ নং বুথে ভোটার তালিকা থেকে ৪২৫ জনের নাম উধাও হয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে উধাও হয়ে যাওয়া ৪২৫ জনেরই নাম রয়েছে।   বিএলও  সেই ব্যক্তিদের নাম অনলাইনে আপলোড করতে যান।

Cooch Behar: ফর্ম আপলোড করতে গিয়ে বিপত্তি, BLO-কে আটকে রেখে বিক্ষোভ
বিএলও-কে আটকে রেখে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 11:11 AM
Share

কোচবিহার: এসআইআর-এর ফর্ম আপলোড করতে গিয়ে বিপত্তি। আপলোড সাকসেস না হওয়ায় বিএলও-কে আটকে রাখার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায় এসআইআর এর ফর্মের নাম আপলোড নিয়ে অশান্তি। অভিযোগ, বিএলও-কে প্রথমে ঘিরে রেখে বিক্ষোভ দেখানো হয়। পরে তাঁর ওপর গ্রামবাসীরা চড়াও হন, আটকে রাখেন বলে অভিযোগ।

মাথাভাঙা এলাকায় ২৪৩ ও ২৪৪ নং বুথে ভোটার তালিকা থেকে ৪২৫ জনের নাম উধাও হয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে উধাও হয়ে যাওয়া ৪২৫ জনেরই নাম রয়েছে।   বিএলও  সেই ব্যক্তিদের নাম অনলাইনে আপলোড করতে যান। কিন্তু অ্যাপসে তা  সাকসেন না দেখানোয় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এরপরই তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। বিএলও-কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বলে অভিযোগ।

তবে স্থানীয়দের মধ্যে অনেকেই জানান বিএলও জানিয়েছেন ২৬ তারিখের পর এই সমস্যা মিটে যাবে।তবে এলাকার এক ব্যক্তি সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।

বিএলও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন, যান্ত্রিক কোনও কারণে হয়তো সেসময়ে ‘সাকসেসফুল’ দেখাচ্ছে না। আপলোডের কিছু সময় পরে তা ঠিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। কিন্তু তাতে চিঁড়ে ভেজে না। লোকজন আটকে রাখেন তাঁকে।

এক গ্রামবাসী বলেন, “সিরিয়াল নম্বরের ৪১৭ থেকে ৮৪৬ পর্যন্ত, কারোর নামই বিএলও- অ্যাপসে আপলোড হচ্ছে না। বিএলও স্যর বলছেন, ২৬ তারিখের মধ্যে ওই অ্যাপসে আপলোড হয়ে যাবে। ২৬ তারিখের পর থেকে স্ক্যানারের কাজ শুরু করতে পারবেন। মানুষ তাতে বিভ্রান্ত হচ্ছে। “