Cooch Behar: মাঠে ধান কাটতে গিয়েছিলেন, বজ্রপাতে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 30, 2024 | 3:11 PM

Cooch Behar: দীপজয় গোসাইরহাট হাই স্কুল অষ্টম শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পরিবারের বাকি সদস্যদের সঙ্গেই বাড়ির থেকে ২০০ মিটার দূরে মাঠে যায়।  বরো ধান কাটতে যায় সে। সে সময় হঠাৎই বৃষ্টি শুরু হয়। বাড়িতে  ফিরেও আসছিল দীপজয়।

Cooch Behar: মাঠে ধান কাটতে গিয়েছিলেন, বজ্রপাতে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

কোচবিহার: সকালে মাঠে ধান কাটতে গিয়েছিল। আচমকাই বৃষ্টি, আর বাজ। বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে  কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গড়খোলা এলাকায়। মৃত কিশোরের নাম দীপজয় বর্মন(১৫)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপজয় গোসাইরহাট হাই স্কুল অষ্টম শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পরিবারের বাকি সদস্যদের সঙ্গেই বাড়ির থেকে ২০০ মিটার দূরে মাঠে যায়।  বরো ধান কাটতে যায় সে। সে সময় হঠাৎই বৃষ্টি শুরু হয়। বাড়িতে  ফিরেও আসছিল দীপজয়। খোলা মাঠের মধ্যে দিয়ে হেঁটে আসার সময়েই আচমকাই তাঁর মাথায় বাজ পড়ে।

দ্রুত স্থানীয় বাসিন্দারা দীপজয়কে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

ইতিমধ্যেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। ২ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাবে। রেমালের প্রভাবে এমনিতেই  উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।

Next Article