কোচবিহার: হল ছেলে, যখন মায়ের কোলে দেওয়া হল, তখন সে মেয়ে! কীভাবে সম্ভব? তার মানে হাসপাতালে শিশু বদলে দেওয়া হয়েছে? অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে তদন্তে কোতোয়ালি থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা পায়েল শিল প্রসব যন্ত্রণা নিয়ে ক’দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁরা যখন দেখেন, পুত্র সন্তানই হয়েছে। কিন্তু পরে যখন প্রসূতির কোলে সন্তান দেওয়া হয় বাড়ি ফেরার সময়ে, তখন কন্যাসন্তান দেওয়া হয়। অন্তত তেমনই অভিযোগ পরিবারের ।
সদ্যোজাত শিশু বদলের অভিযোগ তুলেছেন প্রসূতির পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালে। প্রসূতির পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুুলিশ।
প্রসূতির মা বলেন, ” আমাকে হাসপাতালের থেকে ডাকল। আমার মেয়ে বলল ছেলে হয়েছে। তারপর যখন আমার কোলে দেওয়া হয়েছে, আমি খাতায় সই করেছি। তখন বলছে মেয়ে বাচ্চা হয়েছে। আমাদের এখন বলছে, দেখতে ভুল হয়েছে, আর ওঁদের নাকি লিখতে ভুল হয়েছে।”
প্রসূতির শাশুড়ি বলছেন, “আমাদের ছেলে বাচ্চা হয়ে গেল মেয়ে বাচ্চা! এ কেমন হাসপাতাল। আমার বউ বলেছে, ওর ছেলে হয়েছে।” শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে উত্তেজনা রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।