Coochbehar Bombing: মনোনয়ন জমা দেওয়ার আগে তৃণমূল প্রার্থীর বাড়িতেও ‘বোমাবাজি’

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2023 | 5:26 PM

Coochbehar Bombing: সূত্রের খবর, কল্যাণ বর্মণ গতকাল তৃণমূল প্রার্থী পদের জন্য ডিসিআর কেটে বাড়ি আসছিলেন। আজ তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। বাড়ির আসার পর গতকাল রাত্রি দু'টো নাগাদ বোমাবাজি করে একদল দুষ্কৃতী।

Coochbehar Bombing: মনোনয়ন জমা দেওয়ার আগে তৃণমূল প্রার্থীর বাড়িতেও ‘বোমাবাজি’
(নিজস্ব চিত্র)

Follow Us

দিনহাটা: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত পরিস্থিতি রাজ্যজুড়ে। এবার অশান্তির খবর এল কোচবিহারের উত্তর দিনহাটার বিভিন্ন গ্রাম থেকে। সোমবার রাত্রিবেলা দিনহাটা ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ি খারিজা গীতালদহ গ্রামের তৃণমূল কর্মী কল্যাণ বর্মনের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। বোমাবাজির ঘটনার পর রাত্রিবেলাই পৌঁছে গিয়েছেন পুলিশ কর্মীরা। একটি তাজা বোমাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, কল্যাণ বর্মণ গতকাল তৃণমূল প্রার্থী পদের জন্য ডিসিআর কেটে বাড়ি আসছিলেন। আজ তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। বাড়ির আসার পর গতকাল রাত্রি দু’টো নাগাদ বোমাবাজি করে একদল দুষ্কৃতী। তবে রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি তৃণমূল নেতা। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। তারা পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে।

তবে শুধু কোচবিহার নয়, আজ মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বিডিও অফিসের সামনেই পড়ল মুড়ি মুড়কির মতো বোমা। চলল গুলি। মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা। অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা জমায়েত করে ছিলেন। আইএসএফ কর্মীরা আসতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ।

Next Article