কোচবিহার: মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল সিপিআইএম প্রার্থীর। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বাউদিয়া বাজার এলাকায়। মৃতার নাম আয়েশা বিবি। তাঁর বয়স ৪৫ বছর। তিনি এবারের পঞ্চায়েত ভোটে খলিসামারি গ্রামের সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন। মঙ্গলবার সকালে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা করেন তিনি। মনোনয়ন জমা দিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। স্কুটিতে ছিলেন তাঁর ছেলে আজাদ মিঞা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সিপিআইএম প্রার্থীর। আজাদের মাথায় হেলমেট থাকার কারণে তিনি কোন মতে প্রাণে বেঁচে যান। তবে দুর্ঘটনায় তাঁরও অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা আজাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আয়েশা বিবি তাঁর ছেলে আজাদের সঙ্গে স্কুটিতে মনোনয়নপত্র জমা দিতে শীতলকুচি বিডিও অফিসে যান। সেখানে মনোনয়নপত্র জমাও দেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্কুটির পিছনে বসে ছিলেন আয়েশা। বাউদিয়া বাজারে পিছন থেকে একটি ডাম্পার সজোরে গিয়ে স্কুটির পিছনে ধাক্কা মারে। বাউদিয়া বাজার এলাকায় একটি ডাম্পার দ্রুতগতিতে এসে ধাক্কা মারে তাঁর স্কুটিতে। মা ও ছেলে দু’জনেই রাস্তায় ওপরে ছিটকে পড়েন। মাথা থেঁতলে যায় আয়েশা বিবির। তবে ছেলের মাথায় হেলমেট থাকায় সে প্রাণে বেঁচে যায়।
স্থানীয় বাসিন্দারা যতক্ষণে ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন, ততক্ষণে মৃত্যু হয় আয়েশা বিবির। আশঙ্কাজনক অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। দেহটি উদ্ধার নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পরিবারের সদস্যরা। স্থানীয় সিপিএম নেতৃত্বের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।