Didir Surakha Kavach: ‘দিদির সুরক্ষাকবচ’এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, সরগরম তুফানগঞ্জ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 27, 2023 | 1:01 PM

Didir Surakha Kavach: বৃহস্পতিবার রাতের অন্ধকারে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির পোস্টার ছেঁড়া হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।

Didir Surakha Kavach: দিদির সুরক্ষাকবচএর পোস্টার ছেঁড়ার অভিযোগ, সরগরম তুফানগঞ্জ
দিদির সুরক্ষাকবচের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

Follow Us

কোচবিহার: দিদির ‘সুরক্ষা কবচ’ (Didir Surakha Kavach) কর্মসূচির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। ঘটনাকে ঘিরে সরগরম কোচবিহারের তুফানগঞ্জ। পঞ্চায়েত ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে মহকুমায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তুফানগঞ্জের (Tufanganj) কয়েকটি জায়গায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির পোস্টার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তীব্র উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জে । পোস্টার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, যতই এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন, ততই বিরোধীরা চক্রান্ত করছে। শাসক (TMC) ও বিরোধীদের মধ্যে এই নিয়ে কোন্দল তুঙ্গে। অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির পোস্টার ছেঁড়া হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।

অপরদিকে বিজেপির অভিযোগ, তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। বিজেপির বিরুদ্ধে পাল্টা মিথ্যা অভিযোগ করছে। ঘটনাকে ঘিরে সরগরম তুফানগঞ্জের অন্দরান ফুলবারি-১ গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ। যদিও উভয় দলই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে উভয় দল তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে।

স্থানীয় তৃণমূল নেতা গোবিন্দ রায় বলেন, “জনগণ ওদের একেবারে অপছন্দ করে। পঞ্চায়েত ভোটে ওদের ভালো ফল হবে না। রাতে বিজেপির কর্মীরা মদ-গাঁজা খেয়ে ঘোরাঘুরি করে। ওরাই পোস্টার ছিঁড়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছে। আর মদের নেশার ঘোরে নিজেরা নিজেদেরও পতাকা ছিঁড়েছে।”

স্থানীয় বিজেপি নেতা বিবেক দাস বলেন, “কে বা কারা কী অভিযোগ করছে, তা শোনার প্রয়োজন আমাদের নেই। বিজেপির এরকম মানসিকতা নেই। তবে গতকাল রাতে এই এলাকায় বিজেপির যে ফেস্টুনগুলো ছিল, সেগুলিকে ছিঁড়ে ফেলা হয়েছে। সেগুলি তৃণমূলের হার্মাদ বাহিনী ছিঁড়ে জঙ্গলে ফেলেছে। আমরা থানায় লিখিত অভিযোগ জানাব। “

Next Article