Coochbehar: লক্ষ্মীপুজোর পরও মিলল না পেনশন, বিপাকে রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 12, 2022 | 9:36 AM

Coochbehar: নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।

Coochbehar: লক্ষ্মীপুজোর পরও মিলল না পেনশন, বিপাকে রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যাল (নিজস্ব চিত্র)

Follow Us

কোচবিহার: দুর্গাপুজো পেরিয়ে গিয়েছে। লক্ষ্মীপুজোও শেষ। তবে তারপরও মিলল না পেনশান। বিপাকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আর এবার এই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্তদের পেনশন মিলল না বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে। মাসের ১১ তারিখ পার হয়ে গেলেও আজকেও মেলেনি পেনশন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে পেনশন না পেয়ে বিপাকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এক প্রকার ম্লান হয়ে গেল তাঁদের পুজো।

এ দিকে, পেনশনের দাবিতে মঙ্গলবার অবসরপ্রাপ্ত কর্মচারীরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ধর্নায় বসেন। শেষে অবসরপ্রাপ্ত কর্মচারীদের তরফে জানানো হয়, পুজোর আগেই তাঁদের পেনশন হবে। কিন্তু পূজোর পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও তাঁরা পেনশন পাননি বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রদ্যুৎ কুমার পাল জানান, ‘সরকারি ভাবে নির্দেশ না আসায় পেনশন দেওয়া যায়নি। বিষয়টি লিখিত ভাবে তখনই উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু পুজোর ছুটির জন্য সেই অর্ডার আসেনি তাই তাদের পেনশন হয়নি। কবে হবে তা বলতে পারছি না।যতদূর সম্ভব দু-একদিনের মধ্যেই তাঁদের পেনশন হয়ে যাবে।’

প্রসঙ্গত, এর আগে দুর্নীতির অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তফশিলিদের জন্য সংরক্ষিত পদে জেনারেল প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। মূলত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস মজুমদার উপাচার্য তথাকাকালীন এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, তফশিলি জাতি বা উপজাতির প্রার্থীদের জন্য যে সব পদ সংরক্ষিত থাকে, সেই পদে নিয়ম ভেঙে জেনারেল প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ২০১৪ সালে এসসি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হলেও সেই প্রার্থীদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। আর নিয়োগের পরে নাকি সেই নিয়ম বদলে ওই পদে জেনারেলে রূপান্তরিত করা হয়। ডিন নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছিল বলে অভিযোগ।

Next Article