অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটে পুলিশের নাকা পয়েন্টে আগুন। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বেশ কিছুক্ষণ কেটে গেলেও আগুন নেভেনি। অবরুদ্ধ হয়েছে জাতীয় সড়ক।
ঘটনাস্থল অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটে বারবিশার নাজিরান দেউটিখাতা এলাকা। শুক্রবার সন্ধেয় একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করেই উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় পুলিশের নাকা পয়েন্টে।
ঘটনার পরই ওই নাকা পয়েন্ট ছেড়ে পুলিশ কর্মীরা পালিয়ে যান। নিকটবর্তী থানার পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে অসম-বাংলার মধ্যে যোগাযোগ।
পুলিশের পৌঁছত দেরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে সময় লেগে যায়। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
সীমান্তবর্তী এলাকা থেকে যে ছবি এসেছে, তাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। বহু মানুষ জড় হয়ে আছেন সেখানে।