দিনহাটা: হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়েছিলেন। তা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার দিনহাটা ২ নং ব্লকের বামনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক রায়। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও এক ব্যক্তি। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে দিনহাটা মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় ৯ লক্ষ টাকা-সহ একটি ব্যাগ এক ব্যবসায়ী ভুলবশত এক দোকানের সামনে ফেলে চলে যান। পরবর্তীতে সেই ব্যাগটি কুড়িয়ে পান বামনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক রায়। কিন্তু, তিনি ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে যান।
এদিকে ব্যাগ হারিয়ে ততক্ষণে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে পুলিশ ওই দোকানের সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সামনে আসে আসল রহস্য। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মদনমোহন বাড়ি সংলগ্ন একজন দোকানদার-সহ বামন হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায় সেই ব্যাগটি নিয়ে যাচ্ছেন। তারপরেই তাঁদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
কিন্তু, শুরু থেকেই তাঁদের কথায় নানা অসঙ্গতি ধরা পড়ে। চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা। প্রধান শিক্ষকের কাছ থেকে উদ্ধার করা হয় ব্যাগ। তারপরই তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গ্রেফতার হওয়া শিক্ষক-সহ দুইজনের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে। এদিনই তাঁদের কোর্টে তোলা হবে।
যদিও বামনহাট স্কুলের সহকারী প্রধান শিক্ষক অশোক রায় দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর জন্যই টাকা চুরির এই গল্প রটানো হয়েছে। তিনি টাকার ব্যাগটি পেয়ে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন তার আসল মালিককে ফিরিয়ে দেওয়ার জন্যই। তারপর তিনি সেটা পুলিশকে দিয়ে দেন।