কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নেওয়ার পরই বিতর্কে জড়ালেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে খোঁচা দিলেন কোচবিহারের তৃণমূল নেতা। তাঁর প্রশ্ন, নিশীথ প্রামাণিক আদৌ কি স্নাতক পাশ করেছেন নাকি মাধ্যমিক উত্তীর্ণ।
তাঁর দাবি অনুযায়ী, “ওয়েবসাইটে সাংসদ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে B.C.A (Bachelor of Computer Application). কিন্তু ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় লেখা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।” নিজের ফেসবুক পেজে এই সংক্রান্ত তথ্য দিয়ে একটি পোস্টও করেন পার্থপ্রতিম রায় নামে কোচবিহারের ওই তৃণমূল নেতা।
আরও পড়ুন: ৭ ঘণ্টায় ভোলবদল, যুব মোর্চার পদ থেকে ইস্তফা প্রত্যাহার সৌমিত্রর
বুধবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার সরকারের প্রথম বার মন্ত্রিসভার সম্প্রসারণ। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেন তরুণ নেতা নিশীথ। নিশীথ প্রামাণিক বিধানসভা ভোটে জিতলেও দলের নির্দেশে বিধায়ক পদে শপথ নেন ন। পাশাপাশি লোকসভা, বিধানসভায় পরপর ভালো ফল করেছে বিজেপি। বঙ্গ যুদ্ধে হার হলেও দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসাবে নিশীথের নাম আলোচনায় ছিলই।
কিন্তু শপথ নেওয়ার পর থেকেই শুরু বিতর্ক। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দেন তৃণমূল নেতা। ভারত সরকারের ওয়েবসাইট india.gov.in-এ ‘ইন্ডিয়ান পার্লামেন্ট’ বিভাগে দেখাচ্ছে নিশীথের বিসিএ ডিগ্রি রয়েছে। বালাকুড়া জুনিয়র বেসিক স্কুল থেকে ওই ডিগ্রি পেয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নিশীথ যে হলফনামা জমা দিয়েছেন তাতে তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বলে উল্লেখ করা হয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্র ছিলেন তিনি। আর এই দুটি তথ্য প্রকাশ্যে এনেই প্রশ্ন তুলেছে তৃণমূল।
বিতর্ক উস্কে ওই তৃণমূল নেতা লিখেছেন, “আমি না বিষয়টি বুঝতে পারলাম না! কেউ কি বোঝাবেন নাকি সাংসদ মহাশয় নিজেই বিষয়টি খোলসা করবেন। “