কোচবিহার: স্বরাষ্ট্রমন্ত্রকে এই প্রথম জায়গা করে নিল কোচবিহার (Cooch Behar) তথা উত্তরবঙ্গ। রাজ্য থেকে এই গুরুত্বপূর্ণ দফতরের কনিষ্ঠতম মন্ত্রী হলেন ৩৫ বছরের নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। ইদানীং তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের সবচেয়ে সরব মুখেদের মধ্যে তিনি অন্যতম।
নিশীথের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হওয়া নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে গোটা রাজ্য তথা উত্তরবঙ্গের রাজনীতিতে। সূত্রের খবর, শিলিগুড়ি লাগোয়া ‘চিকেন নেক’এর নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হবেন নিশীথ প্রামাণিক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে চিকেন নেক যথেষ্ট উদ্বেগের। ঘনিষ্ঠ মহল বলছে, এটাই হবে তাঁর প্রথম ও প্রাথমিক কাজ। চিনের চোখরাঙানিকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে শপথ গ্রহণের পরই স্পষ্ট বলেন নিশীথ প্রামাণিক।
রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন নিশীথ। সেখানে দাঁড়িয়ে নিশীথের দাবি ছিল, নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করা। সেটি ঘোষণা হয়েছে আগেই, বাস্তবে এবার তা রূপ পাবে বলে মনে করা হচ্ছে। ‘চিকেন নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগরক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড, তার নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করারই তাঁর প্রধান লক্ষ্য।
‘চিকেন নেক’ নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা পদক্ষেপ করার দরকার, তা নিশীথ করবেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গের নিরাপত্তায় যে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, তা ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্র। উত্তরবঙ্গের ৫৪ বিধানসভা আসনের মধ্যে ৩০টিতে জিতেছে বিজেপি। রাজবংশী ভোটের বড় অংশ গিয়েছে বিজেপির পক্ষে। বিশ্লেষকরা বলছেন, রাজবংশীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে নিশীথকে মন্ত্রী করা হয়েছে। অসমেও ২ টি লোকসভা আসনে রাজবংশী ভোট ফ্যাক্টর।
আরও পড়ুন: ঝুলিতে বিসিএ ডিগ্রি না মাধ্যমিক উত্তীর্ণ? ভিন্ন তথ্যের জালে শপথ নিয়েই বিতর্কে নিশীথ
২০২৪ লোকসভা নির্বাচনে রাজবংশী ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করল। নিশীথের কোচবিহার লোকসভা কেন্দ্রের ৬টি বিধানসভা আসনে জিতেছে বিজেপি। তাই তাঁকে হাতে রাখলে উত্তরবঙ্গে শক্ত জমি তৈরি হবে বিজেপি–র। আর সেই বিষয়টিই গেরুয়া শিবির সুনিশ্চিত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।