কোচবিহার: প্রতিবেশী দেশের অশান্তির আঁচ যাতে কোনওমতেই এ রাজ্যে না পড়ে সেই দিকে কড়া প্রহরায় রয়েছে বিএসএফ। তৎপর রাজ্য পুলিশও। ইতিমধ্যেই কোচবিহারের চ্যাংড়াবান্ধা বর্ডার সিল করেছে ভারত সরকার। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ যাওয়া ১৯০ জন ট্রাক ড্রাইভারকে ভারতে আনা হয়। চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে।
জানা যাচ্ছে, এ দিন সকাল থেকেই পণ্য আমদানি এবং রফতানি বন্ধ হয়ে রয়েছে। সন্ধ্যায় ১৯০ জন ট্রাকের ড্রাইভারকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তবে এদেশে এখনও বাংলাদেশের বহু ট্রাক চালক আটকে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশেও ভারতের একাধিক ট্রাক চালক আটকে রয়েছেন।
তবে, কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন গড়াই জানান, ট্রাক ড্রাইভারদের ভারতে ফিরিয়ে আনার বিষয়টি।
এ দিকে, এ দিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ। পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। আবার নদিয়ায় চাপড়া সীমান্তেও কড়া নজরদারি। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। অন্যদিকে, ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ। আগুন জ্বালানো হয়।