কোচবিহার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে অস্বীকার করায় দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যুবকের বাড়ির সামনে ধরনায় বসেছিল তরুণী। এরইমধ্যে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন অভিযুক্ত যুবক। গলায় ঢেলে দেন বিষ। পরিবারের লোকজনের দাবি, লোকলজ্জার ভয়েই এই কাণ্ড করেছেন ওই যুবক। সঙ্কটজনক অবস্থায় ওই যুবককে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।
বিষপানের ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকের বাড়ির লোকজন। ক্ষোভে ফেটে পড়েন পাড়া-পড়শিদের একাংশও। এরপরেই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে চলে গণপ্রহার। খবর চাউর হতেই তা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়।
মাকে বাঁচাতে কাতর আবেদন করতে থাকে দুই শিশু। করুণ দৃশ্য সহ্য করতে না পেরে পরে শেষে অবশ্য মহিলার বাঁধন মুক্ত করে দেন পথচারীরা। শনিবার সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ-২ ব্লকে। তা নিয়েও চলছে চাপানউতোর। এই ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।