AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi infiltration: বাংলদেশিদের ভারতে ঢুকতে মদত দিচ্ছে তৃণমূল, আক্রমণে নিশীথ! পাল্টা বিজেপির সঙ্গে যোগের দাবি উদয়নের

Bangladeshi infiltration: উদয়নের আরও দাবি, গীতালদহ সীমান্ত বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কাঁটাতার রয়েছে। সেই সমস্ত জায়গা দিয়ে যদি বিএসএফ সঠিকভাবে পাহারা দেয় তাহলে মাছি পর্যন্ত গলতে পারবে না। তাঁর আরও দাবি, অনুপ্রবেশ হয়ে থাকলে তাঁর দায় নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও তাঁর ডেপুটিদের।

Bangladeshi infiltration: বাংলদেশিদের ভারতে ঢুকতে মদত দিচ্ছে তৃণমূল, আক্রমণে নিশীথ! পাল্টা বিজেপির সঙ্গে যোগের দাবি উদয়নের
রাজনৈতিক মহলে শুরু জোরদার তরজা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 1:38 PM

কোচবিহার: সীমান্ত পারাপারের করিডোর হিসাবে কোচবিহার জেলাকে বেছে নিচ্ছে বাংলাদেশিরা। মদত দিচ্ছেন তৃণমূল নেতাদের একাংশ। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পাল্টা তুলোধনা করতে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তাঁর দাবি, বিএসএফ বিজেপি নেতাদের সিকিউরিটি না দিয়ে সীমান্তে পাহারা দিলে অনুপ্রবেশ হত না, বিজেপি এখন এসব নিয়ে ভাঁওতাবাজি করছে। এ ভাষাতেই পাল্টা আক্রমণের ধার বাড়ালেন উদয়ন। 

শনিবার সাংবাদিক বৈঠক থেকেই অনুপ্রবেশ নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে নিশীথ বলেন, বাংলাদেশিরা সীমান্ত পারাপারের জন্য কোচবিহার জেলাকে বেছে নিচ্ছে, কারণ এখানকার তৃণমূল নেতারা তাদের সহযোগিতা করছে। কোনও কোনও তৃণমূল নেতা এর সঙ্গে যুক্ত। আমরা এটার সম্পূর্ণ তদন্ত করব! তাঁর এ মন্তব্যের পরই জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। পাল্টা নিশীথকে একহাত নিয়ে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। তাঁর পাল্টা দাবি, তৃণমূল নেতাদের সঙ্গে কারও যোগাযোগ নেই, যোগাযোগ থাকলে বিজেপি নেতাদের সঙ্গে থাকলেও থাকতে পারে।

উদয়নের আরও দাবি, গীতালদহ সীমান্ত বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কাঁটাতার রয়েছে। সেই সমস্ত জায়গা দিয়ে যদি বিএসএফ সঠিকভাবে পাহারা দেয় তাহলে মাছি পর্যন্ত গলতে পারবে না। তাঁর আরও দাবি, অনুপ্রবেশ হয়ে থাকলে তাঁর দায় নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও তাঁর ডেপুটিদের। এরপরই সরাসরি নিশীথের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে তিনি বলেন, “নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি নেতার পিছনে যে সমস্ত বিএসএফ গার্ড দিচ্ছে তাদেরকে সরিয়ে সীমান্তে নিয়ে আসলে সীমান্তের অনুপ্রবেশ আরও ঠেকানো যেত। বিজেপি কোচবিহার জেলায় কোনও কাজ করেনি শুধু ভাঁওতাবাজি করছে। কাজ একটাই করেছে সেটা হল নিশীথ প্রামাণিকের হেয়ার স্টাইল চেঞ্জ।”