Nisith Pramanik: পার্থ ইস্যুর পর তৃণমূলের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, দ্রুত বদলাবে সব: নিশীথ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 31, 2022 | 12:22 PM

Nisith Pramanik: বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেকারদের মেধার দাম দেবে৷" এসএসসি দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ্য সরকারকে তুলোধনা করেন।

Nisith Pramanik: পার্থ ইস্যুর পর তৃণমূলের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, দ্রুত বদলাবে সব: নিশীথ
নিশীথ প্রামাণিক (ফাইল ছবি)

Follow Us

কোচবিহার: রাজ্য এখন পার্থ ইস্যুতে তোলপাড়। বাংলায় দ্রুত রাজনৈতিক বদল আসবে। অনেকেই যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। সাম্প্রতিকতম ইস্যুর প্রেক্ষিতে কোচবিহারে দাঁড়িয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার সাংবাদিকদের সামনে পার্থ ইস্যুতে সরব হন নিশীথ। তিনি বলেন, “মেধার সম্মান রাজ্য সরকার দিতে পারছে না। আরও সত্যি সামনে আসবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেকারদের মেধার দাম দেবে৷” এসএসসি দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ্য সরকারকে তুলোধনা করেন।

সাম্প্রতিকতম ইস্যুতে কথা বলতে গিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি। প্রসঙ্গত, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে টিএমসি সাংসদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল। যা নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে যায়। তারও কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন, ২১ জন টিএমসি বিধায়ক সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চর্চা।

মিঠুনের কথায়, “৩৮ জন টিএমসি বিধায়ক যোগাযোগ রাখছে। তাঁদের মধ্যে ২১ জন আমার সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন।” পার্থ ইস্যুতে যখন শোরগোল বাংলায়, তখন মিঠুনের এই দাবি অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে চর্চায় রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এই পর্বের নয়া সংযোজন করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি নাগপুরে সঙ্ঘ প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে আবার সুকান্ত মজুমদার বলেন, “বড় অপারেশনে রয়েছেন শুভেন্দু।” এই কথাটির আক্ষরিক অর্থও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এরপরই আবার নিশীথ প্রামাণিকের এহেন মন্তব্য, অর্থাৎ ‘বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে।’ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে পার্থ ইস্যুতে কার্যত মুখ পুড়েছে শাসকদলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, ‘বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বাংলার দিকে হাত বাড়াবেন না,’ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি কী ঘুঁটি সাজাচ্ছে অন্দরে, সেটাই সচেতকদের আলোচ্য বিষয়।

Next Article